২০২৩ সালে বিখ্যাত মিলান মোটরসাইকেল শো (EICMA)-তে প্রদর্শিত Hero Xoom 125 গতকাল ভারত মোবিলিটি এক্সপো-তে দেশের বাজারের জন্য লঞ্চ হয়ে গেল। নজরকাড়া ডিজাইনের এই স্কুটারের দাম ৮৬,৯০০ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু হচ্ছে। প্রিমিয়াম ১২৫ সিসি স্কুটারের ক্রমবর্ধমান চাহিদা মেটানোর লক্ষ্য নিয়ে আগমন ঘটেছে Xoom 125-এর। উল্লেখ্য, গতকাল একই ইভেন্টে কোম্পানির প্রথম ম্যাক্সি স্কুটার Xoom 160 লঞ্চ হয়েছে।
বর্তমানে Xoom 110 নামে যে স্কুটার বিক্রি হয়, তারই উন্নত ও বড় সংস্করণ হল Xoom 125। তবে ছোট মডেল থেকে আলাদা করতে এতে স্বতন্ত্র ডিজাইন এলিমেন্ট রয়েছে। নতুন স্কুটারটিতে শার্প এলইডি হেডলাইট ও স্প্লিট টেললাইট রয়েছে। বডি প্যাডেলে প্রচুর কাট ও ক্রিজ লক্ষ্য করা যায়, যা লুকসে নতুন মাত্রা যোগ করেছে।
হিরো জুম ১২৫ স্কুটারের সামনে টেলিস্কোপিক ফর্ক এবং পিছনে মনোশক সাসপেনশন দেওয়া হয়েছে। কেবল সামনের চাকায় ডিস্ক ব্রেক বর্তমান এটি ১৪ ইঞ্চি চাকায় ছুটবে। উল্লেখযোগ্য ফিচার্সের মধ্যে রয়েছে স্মার্টফোন কানেক্টিভিটি ও টার্ন-বাই-টার্ন নেভিগেশন সহ ফুল ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার। সঙ্গে মিলবে এলইডি টার্ন ইন্ডিকেটর।
পারফরম্যান্সের জন্য, জুম ১২৫ স্কুটারে ১২৪.৬ সিসি এয়ার-কুলড ইঞ্জিন রয়েছে। এই পাওয়ারট্রেনটি সর্বাধিক ৯ হর্সপাওয়ার এবং ১০.৪ এনএম টর্ক উৎপাদন করতে সক্ষম। ইঞ্জিন একটি সিভিটি গিয়ারবক্সের সঙ্গে লিঙ্ক করা হয়েছে। হিরো মটোকর্প দাবি করেছে, এই স্কুটার ৭.৬ সেকেন্ডে ০-৬০ কিমি/ঘন্টা গতি তুলতে সক্ষম।
Hero Xoom 125 দেশের বাজারে TVS Ntorq 125, Suzuki Avenis, Honda Dio 125 এবং অন্যান্য ১২৫ সিসি ইঞ্জিনের স্কুটারগুলির সাথে প্রতিযোগিতা করবে। বুকিং আগামী মাস অর্থাৎ ফেব্রুয়ারিতে শুরু হতে চলেছে এবং ক্রেতাদের ডেলিভারি দেওয়া হবে মার্চ থেকে।