চোখ জুড়ানো ডিজাইন ও আকর্ষণীয় ফিচার্স নিয়ে একাধিক স্কুটার লঞ্চ হতে চলেছে আগামী কয়েক মাসের মধ্যে। এগুলি সবার আগে আসন্ন Bharat Mobility Global Expo 2025 এ দেখানো হবে। এই অনুষ্ঠান শুরু হবে 17 জানুয়ারি নতুন দিল্লিতে। চলবে 22 জানুয়ারি পর্যন্ত। সেখানে নতুন Hero Xoom, Suzuki Access- সহ একাধিক স্কুটার লঞ্চ করা হবে। এ বছর যাঁদের টু হুইলার কেনার পরিকল্পনা, তাঁদের জন্য একাধিক বিকল্প থাকছে।
দেশের বৃহত্তম টু হুইলার কোম্পানি হিরো মটোকর্পো আনছে নতুন মডেল জুম 125R। ইতিমধ্যে এই স্কুটার EICMA আরও এক গাড়ি প্রদর্শনীতে উন্মোচন করেছে কোম্পানি। এই স্কুটার চ্যালেঞ্জ জানাবে TVS Ntorq, Suzuki Avenis, Yamaha RayZR এর মতো স্কুটারকে। এছাড়াও, Xoom 160R স্কুটার যেখানে 160 সিসি ইঞ্জিন থাকবে, সেটিও উন্মোচন করতে পারে কোম্পানি।
জাপানি কোম্পানি ইয়ামাহা ভারতে আনতে চলেছে Nmax 155। এই স্কুটার ইতিমধ্যে বিশ্বের কয়েকটি দেশে বিক্রি হচ্ছে। ভারতে শীঘ্রই স্কুটারটি প্রকাশ করতে পারে ইয়ামাহা। কোম্পানি আরও এক মডেল Aerox এ যে ইঞ্জিন স্পেসিফিকেশন রয়েছে, সেটাই থাকবে এই স্কুটারে। তবে লুক হবে একদম আলাদা।
ইয়ামাহার পর সুজুকিও ভারতে নতুন স্কুটার আনতে প্রস্তুত। দেশের টু হুইলারের বাজার যত বড় হচ্ছে, ততই বাড়ছে নতুনত্ব ও একাধিক স্কুটারের বিকল্প। জমি শক্ত করতে সুজুকি আনছে নতুন Access 125 স্কুটার। কিছুদিন আগে রাস্তায় স্কুটারটি পরীক্ষা করতে দেখা গিয়েছে। ভারতীয় গ্রাহকদের কথা মাথায় রেখে কেমন দাম ও কী কী ফিচার্স নিয়ে স্কুটারটি লঞ্চ হয় সেটাই এখন দেখার।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.