ভারত মোবিলিটি এক্সপো ২০২৫ দিল্লিতে আগামী ১৭-২২ জানুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে। এই গাড়ি মেলায় বিভিন্ন অটোমোবাইল সংস্থা তাদের লেটেস্ট মডেল হাজির করবে। যে তালিকায় রয়েছে ভারতের বৃহত্তম টু-হুইলার প্রস্তুতকারী সংস্থা হিরো মটোকর্প (Hero MotoCorp)। হিরোর নতুন Xpulse 210 ভারত মোবিলিটি এক্সপো ইভেন্টে প্রকাশ করতে চলেছে। উল্লেখ্য, এই অ্যাডভেঞ্চার বাইকটি গত বছর নভেম্বরে ইতালির মিলান মোটরসাইকেল শো (EICMA)-তে সর্বপ্রথম আত্মপ্রকাশ করেছিল।
Hero Xpulse 210: ডিজাইন, স্পেসিফিকেশন, ফিচার্স
বর্তমানে যে এক্সপালস বিক্রি হয় তার উন্নত সংস্করণ হল এই এক্সপালস ২১০। এই বাইকে বাজার চলতি মডেলের মতো ডিজাইন বজায় রাখা হয়েছে। ফলে গোল এলইডি হেডলাইট, ট্রান্সপারেন্ট ভাইজার, ও আপসোয়েপ্ট এগজস্টের মতো এলিমেন্ট দেখা যাবে। এতে ট্রু-ব্লু ডুয়াল-স্পোর্ট মোটরসাইকেলের মতো উত্থিত ফেন্ডার এবং হ্যান্ডেলবার গার্ড দেওয়া হয়েছে।
হিরো এক্সপালস ২১০ বাইকে সিঙ্গেল-সিলিন্ডার লিকুইড-কুলড ৪-ভালভ ইঞ্জিন দ্বারা চালিত। এটি ২৪.৬ বিএইচপি এবং ২০.৭ এনএম টর্ক তৈরি করে এবং ছয়-স্পিড গিয়ারবক্সের সাথে যুক্ত। যেহেতু নতুন মডেলটি লিকুইড কুলিং এবং সিক্স কগের সুবিধা পেয়েছে, তাই বর্তমান এক্সপালসের তুলনায় গতি এবং ইঞ্জিনের পাওয়ারে বৃদ্ধি লক্ষ্য করা যাবে। হাইওয়েতে দুর্দান্ত পারফরম্যান্স দিতে পারবে বলে আশা করা যায়।
Hero Xpulse 210-এর উল্লেখযোগ্য ফিচার্সের মধ্যে মিলবে এলইডি ইল্যুমিনিশেন এবং স্মার্টফোন কানেক্টিভিটি সহ একটি ৪.২ ইঞ্চি টিএফটি কনসোল। হার্ডওয়্যার সেটআপের মধ্যে থাকছে লং ট্রাভেল ফ্রন্ট ফর্ক ও মনোশক সাসপেনশন। দুই চাকায় থাকছে ডিস্ক ব্রেক। ফ্রন্ট ও রিয়ারে ব্লক প্যাটার্ন টায়ারে মোড়ানো ২১ ইঞ্চি ও ১৮ ইঞ্চি স্পোক হুইল রয়েছে। বাইকটির দাম ১.৫০ লক্ষ টাকা (এক্স-শোরুম) হওয়ার সম্ভাবনা।