হিরো মটোকর্প গত বছর তাদের জনপ্রিয় এন্ট্রি লেভেল অফ-রোড মোটরসাইকেল, এক্সপালস-এর উন্নত সংস্করণ প্রকাশ্যে এনেছিল। আর আজ ভারতের বাজারে আনুষ্ঠানিক ভাবে লঞ্চ হয়ে গেল বাইকটি। ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো ২০২৫-এ Hero Xpulse 210 অফিশিয়ালি রিলিজ হয়েছে। দাম ১.৭৬ লক্ষ টাকা (এক্স-শোরুম)। চারটি কালার অপশন ও দুই ভ্যারিয়েন্টে এসেছে এই অ্যাডভেঞ্চার বাইক।
নতুন Hero Xpulse 210 এখন সামান্য বড় ইঞ্জিন, সংশোধিত ডিজাইন এবং ইলেকট্রনিক্স আপডেটের সঙ্গে এসেছে। স্টাইলে নতুনত্ব আনতে বেশ কিছু পরিবর্তন করেছে কোম্পানি। যেমন সামনের মাডগার্ড দেখতে আরও শার্প লাগছে। বর্তমান এক্লপালস মডেলের হেডল্যাম্পই থাকছে এতে। চওড়া ফুয়েল ট্যাঙ্ক কভার এবং লম্বা উইন্ডস্ক্রিন শক্তিশালী লুকস এনেছে।
পিছনের দিকে, একজস্ট সেটআপ আরও কম্প্যাক্ট এবং টেল ল্যাম্পের ডিজাইন নতুন। পারফরম্যান্সের জন্য, হিরো এক্সপালস ২১০ বাইকে ২১০ সিসি, লিকুইড কুল্ড, চার ভালভ যুক্ত ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। যার আউটপুট ২৪ বিএইচপি ও ২০.৭ এনএম। এটি ছয় গতির গিয়ারবক্সের সাথে যুক্ত এবং মসৃণ রাইডের জন্য অ্যাসিস্ট এবং স্লিপার ক্লাচ বৈশিষ্ট্য অফার করে।
Xpulse 210 ফুল-এলইডি ইল্যুমিনিশেন ও ব্লুটুথ কানেক্টিভিটি এবং টার্ন-বাই-টার্ন নেভিগেশন সহ একটি ৪.২ ইঞ্চি টিএফটি ডিসপ্লের সঙ্গে এসেছে। সামনের দিকে লং-ট্রাভেল টেলিস্কোপিক ফর্ক সেটআপ এবং পিছনে একটি মনোশক সেটআপ রয়েছে। সামনের সাসপেনশনটি ২১০ মিমি ট্রাভেল অফার করে, আর পিছনেরটি ট্রাভেল ২১০ মিমি।
হিরো এক্সপালস ২১০-এর উভয় চাকায় সিঙ্গেল ডিস্ক ব্রেক বর্তমান। একাধিক মোড সহ পরিবর্তনযোগ্য এবিএস সিস্টেম রয়েছে এই মোটরসাইকেলে। সামনের চাকা ২১ ইঞ্চি এবং পিছনের চাকা ১৮ ইঞ্চির৷ বাইকটির ওজন ১৭০ কেজি (কার্ব)।