অটোকার

অন্য বাইক ভুলে যান, Hero Xpulse 210 ও Xtreme 210 এর বুকিং অবশেষে শুরু হচ্ছে

Published on:

hero xpulse 210 xtreme 250r bookings open on march 20

নতুন বছরে লঞ্চ হওয়া বহু আলোচিত দুই বাইক হল Xpulse 210 এবং Xtreme 250। তবে, বাইক দুটির চাবি কবে হাতে আসবে তা নিয়ে চিন্তা করছিলেন ক্রেতারা। অবশেষে কোম্পানি জানিয়েছে যে এদের বুকিং ২০ মার্চ থেকে শুরু হবে। গত বছর ইতালির মিলান মোটরসাইকেল শো-তে আত্মপ্রকাশ ঘটেছিল বাইক দুটির। তারপর জানুয়ারিতে ভারত অটো এক্সপো-তে অফিসিয়াল লঞ্চ করা হয়। ফেব্রুয়ারিতে বুকিং শুরু হওয়ার কথা থাকলেও, তা পিছিয়ে মার্চ থেকে চালু করছে হিরো।

Hero Xpluse 210: দাম ও বৈশিষ্ট্য

হিরো মটোকর্প তথা ভারতে বিক্রিত অন্যতম সস্তা অ্যাডভেঞ্চার মোটরসাইকেল Xpluse 210। বাইকটির দাম ১.৭৬ লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু। অ্যাডভেঞ্চার মোটরসাইকেলটির ডিজাইন প্রায় অপরিবর্তিত রয়েছে। আপডেটগুলির মধ্যে রয়েছে নতুন মাডগার্ড, বড় জ্বালানি ট্যাঙ্ক কভার, একটি লম্বা উইন্ডস্ক্রিন এবং আরও কমপ্যাক্ট এক্সহস্ট।

ফিচার্সের মধ্যে রয়েছে নতুন TFT ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, যা স্মার্টফোন সংযোগ এবং টার্ন-বাই-টার্ন নেভিগেশন-সহ, ABS মোড সুইচ করার সুবিধা দেবে। বাইকে আপডেটেড ২১০ সিসি লিকুইড-কুলড সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন রয়েছে, যা ২৪ হর্সপাওয়ার এবং ২০.৭ এনএম টর্ক উৎপন্ন করে, সঙ্গে মিলবে ছয় স্পিড গিয়ারবক্স এবং অ্যাসিস্ট, স্লিপার ক্লাচ।

Hero Xtreme 250R: দাম ও বৈশিষ্ট্য

এই স্ট্রিট নেকেড মোটরসাইকেলটির দাম ১.৮০ লক্ষ টাকা (এক্স-শোরুম)। এই ভ্যারিয়েন্ট Xtreme মডেল পরিবারের সবচেয়ে শক্তিশালী সংস্করণ। তীক্ষ্ণ চেহারার পাশাপাশি বাইকের সামগ্রিক ডিজাইন ২০২৩ সালে Hero দ্বারা প্রদর্শিত Xtunt 2.5 আর কনসেপ্ট থেকে অনুপ্রাণিত।

এই মোটরসাইকেলে রয়েছে একটি TFT ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, যা Xpulse-এর মতো একই বৈশিষ্ট্যযুক্ত। বাইকটিতে সুইচেবল মোড-সহ ডুয়াল চ্যানেল ABS সিস্টেম পাওয়া যাবে। ইঞ্জিন ক্যাপাসিটি রয়েছে লিকুইড-কুলড ২৫০ সিসি ইঞ্জিন, যা ৯,২৫০ আরপিএম-এ ২৯.৫ হর্সপাওয়ার এবং ৭,২৫০ আরপিএম-এ ২৫ এনএম সর্বোচ্চ টর্ক উৎপন্ন করতে পারে। সঙ্গে রয়েছে ৬ স্পিড গিয়ারবক্স এবং স্লিপ ও অ্যাসিস্ট ক্লাচ।