অটোকার

Hero Xpulse 421 কখন লঞ্চ হবে? বাইক প্রেমীদের উত্তেজনা বাড়িয়ে ফাঁস হল তারিখ!

Updated on:

Hero Xpulse 421 may launch in March 2026 report

গত বছর ইতালিতে অনুষ্ঠিত মিলান মোটরসাইকেল শো (EICMA)-তে প্রথমবারের মতো বহুল প্রতীক্ষিত অ্যাডভেঞ্চার বাইক Xpulse 421 প্রকাশ করেছিল হিরো মটোকর্প। সেই সময় কোম্পানি এই মডেলটির একটি স্কেচ প্রকাশ করেছিল, যা থেকে অ্যাডভেঞ্চার ট্যুরার ডিজাইন সম্পর্কে ইঙ্গিত পাওয়া গিয়েছিল। কিন্তু অফিসিয়াল লঞ্চ কখন হবে সেই বিষয়ে কিছু জানায়নি দেশের বৃহত্তম টু-হুইলার সংস্থাটি। তবে এখন বাইকটির লঞ্চ টাইমলাইন ফাঁস হয়েছে।

Hero Xpulse 421 ভারতে কখন লঞ্চ হবে

এক সূত্রের দাবি, Xpulse 421-এর ডেভেলপমেন্ট প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ইতিমধ্যে জয়পুরে তাদের রিসার্চ ও ডেভেলপমেন্ট সেন্টারে এবং ভারতের উত্তরাঞ্চলে এই বাইকের প্রোডাকশন রেডি মডেলগুলির পরীক্ষা শুরু করেছে হিরো। এবার বাইকটি কবে লঞ্চ হতে পারে তার সম্ভাব্য তারিখ প্রকাশ হল। বাইকওয়ালের রিপোর্টে দাবি করা হয়েছে যে, ২০২৬ সালের মার্চে লঞ্চ হতে পারে Hero Xpluse 421 মোটরসাইকেল।

ইঞ্জিন ও হার্ডওয়্যার

এক্সপালস ৪২১ সম্পূর্ণ নতুন প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি করছে হিরো। ট্রেলিস ফ্রেমের ভিতরে একটি নতুন সিঙ্গেল-সিলিন্ডার ৪২১ সিসি লিকুইড-কুলড ইঞ্জিন রয়েছে, যা ৩৫ থেকে ৪০ হর্সপাওয়ার শক্তি এবং মিড রেঞ্জ টর্ক উৎপাদন করতে পারে। যদিও বাইকের স্পেসিফিকেশন এখনও চূড়ান্ত হয়নি। হার্ডওয়্যারের ক্ষেত্রে সামনের দিকে আপ সাইড ডাউনলোড ফর্ক এবং প্রিলোড অ্যাডজাস্টমেন্ট সহ পিছনের দিকে মনোশক থাকতে পারে।

সামনে থাকতে পারে ২১ ইঞ্চি টিউব-টাইপ টায়ার। ভারতের বাজারে এই বাইক লঞ্চ হলে এবং ভালো সাড়া পেলে কঠিন লড়াইয়ের মুখে পড়বে Royal Enfield Himalayan 450, KTM 390 Adventure, এবং আসন্ন TVS Apache RTX। তবে বাইকের দাম কেমন রাখা হয় সেটার উপর নজর থাকবে বাইক-প্রেমীদের। যেহেতু এই সেগমেন্টে হিরোর আধিপত্য সেই ভাবে নেই তাই বাইকের বিক্রির ভলিউম খুব বেশি হবে না বলে মনে করছেন অনেকে।

Photo Credit: ABIN DESIGNS 511