লঞ্চ হল Hero Xtreme 125R বাইকের সিঙ্গেল-পিস সিট ভারিয়েন্ট, দুর্দান্ত পারফরম্যান্স সহ আছে স্পোর্টিং লুক

হিরো মোটোকর্প সম্প্রতি ভারতের বাজারে তাদের জনপ্রিয় বাইক Hero Xtreme 125R এর সিঙ্গেল-পিস সিট ভারিয়েন্ট লঞ্চ করল। নতুন এই ভারিয়েন্টের দাম পূর্বের স্প্লিট সিট ABS ভারিয়েন্টের সমান রাখা হয়েছে। আর বাইকটির বেশ কিছু নতুন ফিচার এবং ডিজাইন এখনো আগের মতোই রয়েছে। এই নতুন মডেলে সিঙ্গেল চ্যানেল ABS সহ ২৭৬ মিমি ফ্রন্ট ডিস্ক ব্রেকসহ পাওয়া যাবে, যা এর নিরাপত্তা আরও উন্নত করবে।
Hero Xtreme 125R এর ফিচার
Hero Xtreme 125R এর ডিজাইন অত্যন্ত শার্প, স্পোর্টি এবং অ্যাগ্রেসিভ। এই বাইকে রয়েছে স্পোর্টি ট্যাঙ্ক এক্সটেনশন, অল-এলইডি লাইটিং এবং একটি ডিজিটাল কনসোল সহ LCD ইউনিট, যা মোটরসাইকেলটিকে আরও আধুনিক এবং ব্যবহারকারী বান্ধব করে তুলেছে। সিঙ্গেল-পিস সিট ভ্যারিয়েন্টে এটি ৩টি রঙে পাওয়া যাবে—কোবাল্ট ব্লু, ফায়ারস্টর্ম রেড এবং স্টেলিয়ন ব্ল্যাক।
Hero Xtreme 125R এর ইঞ্জিন
পারফরম্যান্সের দিক থেকে, Hero Xtreme 125R বাইকে পাওয়া যাবে ১২৪.৭ সিসির এয়ার-কুল্ড ৪-স্ট্রোক সিঙ্গল-সিলিন্ডার ইঞ্জিন, যা ৮২৫০ আরপিএম এ ১১.৩৯ পিএস শক্তি এবং ৬০০০ আরপিএম এ ১০.৫ এনএম টর্ক উৎপন্ন করে। এর ৫-স্পিড গিয়ারবক্স এবং সিঙ্গেল চ্যানেল ABS সহ ব্রেকিং সিস্টেম এটিকে আরও নিয়ন্ত্রিত এবং নিরাপদ করে তুলেছে। কোম্পানির দাবি, বাইকটি ৫.৯ সেকেন্ডে ০-৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে ছুটতে পারবে এবং এর ARAI সার্টিফাইড মাইলেজ ৬৬ কিলোমিটার প্রতি লিটার।
বাইকটির সিট হাইট ৭৯৪ মিমি এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৮০ মিমি, যা কমফোর্টেবল রাইডিং নিশ্চিত করে। এর ওজন ১৩৬ কেজি।
Hero Xtreme 125R এর দাম
রিপোর্ট অনুযায়ী, হিরো এক্সট্রিম ১২৫আর সিঙ্গেল ভ্যারিয়েন্টের এক্স-শোরুম দাম ১,০০,১০০ টাকা। এটি Honda Shine 125, Honda SP125 এবং TVS Raider এর মতো বাইকগুলোর সঙ্গে প্রতিযোগিতা করবে।