অটোকার

Honda Activa স্কুটারের এই আকর্ষণীয় ফিচার্সের কথা অর্ধেক চালক জানেই না

Published on:

honda-activa-125-amazing-features-you-might-not-know

প্রতিদিন যাতায়াতের জন্য অন্যতম নির্ভরযোগ্য স্কুটার হল Honda Activa। নানা ক্ষেত্রে মোটরসাইকেলের থেকেও ভালো পারফরম্যান্স দেয় এই স্কুটার। কিন্তু, Honda Activa- তে যে একাধিক চমকপ্রদ ফিচার্স রয়েছে তা অনেকই জানেন না। উন্নত প্রযুক্তি এবং আকর্ষণীয় ডিজাইনের জন্য বিখ্যাত অ্যাক্টিভা। এই স্কুটার ৬টি ভ্যারিয়েন্ট এবং পাঁচটি রঙের বিকল্পে পাওয়া যায়। এগুলি হল – পার্ল নাইট স্টার ব্ল্যাক, হেভি গ্রে মেটালিক, রেবেল রেড মেটালিক, পার্ল প্রেশিয়াস হোয়াইট এবং মিডনাইট ব্লু মেটালিক।

হোন্ডা অ্যাক্টিভা ১২৫-তে রয়েছে একটি সিঙ্গেল পড হেডলাইট, বডি-রঙের কাউল, ফ্রন্ট ফেন্ডার, টার্ন ইন্ডিকেটর, এলইডি ল্যাম্প এবং অ্যালয় হুইল। স্কুটারের আরও একটি বিশেষ ফিচার হল অ্যান্টি-থেফ্ট সিস্টেম, যার মধ্যে একটি স্মার্ট সেফ ফাংশন রয়েছে। এছাড়াও, স্মার্ট ফাইন্ড ফিচারটি চালকদের ভিড়ের মতো পরিস্থিতিতে জায়গায় সহজেই স্কুটারটি শনাক্ত করতে সাহায্য করে।

স্মার্ট স্টার্ট ফিচারটির সুবিধা হল পকেট থেকে চাবি না বের করেই স্কুটারটিকে চালু করা যায়। শুধু চাবিটি দুই মিটার দূরত্বের মধ্যে নিয়ে আসতে হবে এবং নব টিপলেই চালু হবে। এছাড়াও অতিরিক্ত মাইলেজের জন্য এতে রয়েছে এনহ্যান্সড স্মার্ট পাওয়ার বা ESP ফিচার, যা এই স্কুটারটিকে অন্যান্য মডেল থেকে আলাদা করে।

ইঞ্জিনের স্পেসিফিকেশনের ক্ষেত্রে এতে রয়েছে ১২৪ সিসি ইঞ্জিন, যা ৮.১৯ হর্সপাওয়ার এবং ১০.৪ এনএম টর্ক উৎপন্ন করে। সঙ্গে রয়েছে অটোমেটিক ট্রান্সমিশন। স্কুটারের ফুয়েল ক্যাপাসিটি ৫.৩ লিটার। মাইলেজ ৫০ কিমি প্রতি লিটার। পাথুরে জমি বা অনুর্বর রাস্তায় ভারসাম্যর জন্য উপস্থিত টেলিস্কোপিক ফ্রন্ট সাসপেনশন এবং একটি তিন ধাপ সামঞ্জস্যযোগ্য রিয়ার সাসপেনশন। বাজারে Honda Activa এর দাম ৮২,২৫৭ টাকা থেকে ৯১,৪৩০ টাকা (এক্স-শোরুম)।