আজ অর্থাৎ পয়লা জানুয়ারি থেকে Honda Activa e: এবং QC1 ইলেকট্রিক স্কুটারের বুকিং আনুষ্ঠানিক ভাবে শুরু হয়ে গেল। জাপানের জনপ্রিয় টু-হুইলার সংস্থাটি ঘোষণা করেছে যে, এই বৈদ্যুতিক স্কুটি দু’টি বেঙ্গালুরু, মুম্বাই, হায়দ্রাবাদ, দিল্লি, চণ্ডীগড়, হোসকোট, বারামতি থানে, পুনে সহ বিভিন্ন শহরের অফিসিয়াল ডিলারশিপে বুক করা যেতে পারে। হোন্ডার Activa e: অথবা QC1 বুক করতে হলে 1,000 টাকা জমা করতে হবে।
প্রসঙ্গত, হোন্ডা অ্যাক্টিভা ই: এবং কিউসি1 গত বছরের শেষে ভারতে আত্মপ্রকাশ করেছে। এগুলি দেশের বাজারে জাপানি সংস্থাটির প্রথম ইলেকট্রিক মডেল। ডিজাইনে খুব বেশি চমক না থাকলেও সাধারণ অথচ সুন্দর স্টাইলিং নজর কেড়ে নেয়। হোন্ডার বৈদ্যুতিক স্কুটারের আরেকটি বিশেষত্ব হল সোয়াপেবল ব্যাটারি। এটি হোন্ডার ব্যাটারি সোয়াপিং স্টেশনগুলিতে চার্জ করা যাবে এবং সেখানে ফুল চার্জ ব্যাটারির সঙ্গে বদলে নেওয়া যাবে।
কোম্পানির দাবি, অদূর ভবিষ্যতে ভারত জুড়ে একটি বিস্তৃত ব্যাটারি সোয়াপিং নেটওয়ার্ক স্থাপনের পরিকল্পনা রয়েছে তাদের। হোন্ডা অ্যাক্টিভা ই: এবং কিউসি1 চলতি মাসে ভারত মোবিলিটি এক্সপো 2025 ইভেন্টে অফিশিয়ালি লঞ্চ হবে অর্থাৎ দাম ঘোষণা হবে বলে আশা করা হচ্ছে। ডেলিভারি শুরু হবে ফেব্রুয়ারি মাসে।
Honda Activa e: এবং QC1: স্পেসিফিকেশন ও ফিচার্স
হোন্ডা অ্যাক্টিভা ই: 1.5 কিলোওয়াট আওয়ারের জোড়া ব্যাটারি অফার করে। অর্থাৎ 3 কিলোওয়াট আওয়ার ক্যাপাসিটির ব্যাটারি দু’টি থেকে 102 কিলোমিটার রেঞ্জ পাওয়া যাবে। টপ স্পিড 80 কিমি/ঘন্টা। অন্যদিকে, কিউসি1 বাজেট ওরিয়েন্টেড মডেল। এটির ফুল স্পিড ঘন্টায় 50 কিমি। বিশেষ ফিচার্সের মধ্যে রয়েছে টিএফটি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোল, ব্লুটুথ কানেক্টিভিটি, কল ও SMS এলার্ট, মিউজিক কন্ট্রোল এবং নেভিগেশন।