শুভ্রোদীপ চক্রবর্তী, কলকাতা: হোন্ডা মোটরসাইকেল ও স্কুটার ভারতে জনপ্রিয় একটি নাম। প্রচুর মানুষ এই জাপানি কোম্পানির বাইক ও স্কুটার নিত্য যাতায়াতে ব্যবহার করেন। এখন অনেকে নতুন বাইক কেনার পরিকল্পনা করছেন। তাঁদের জন্য জানিয়ে রাখি, হোন্ডা এই মাসে একটি বিশেষ অফারের মাধ্যমে ক্যাশব্যাক দিচ্ছে গ্রাহকদের। জনপ্রিয় Activa 110, Activa 125, Shine 100, ও SP125 মডেলের উপর রয়েছে অফার।
পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খন্ড, ওড়িশা, ও উত্তর পূর্বের রাজ্যগুলিতে উক্ত বাইক ও স্কুটারগুলিতে ৫,১০০ টাকার ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাওয়া যাবে। আবার ভাউচার স্ক্র্যাচ করে নিশ্চিত উপহার বাড়ি আনা যাবে। সাথে থাকছে ২,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস অফার। তবে ক্যাশব্যাকের সাথে এই অতিরিক্ত সুবিধাগুলি উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ও উত্তরাখন্ডে পাওয়া যাবে।
এই অফার থাকবে ৩১ মার্চ পর্যন্ত। অর্থাৎ হাতে আর ৫ দিন সময় রয়েছে। যাঁরা কিনতে আগ্রহী তাঁরা নিকটবর্তী শোরুমের সঙ্গে যোগাযোগ করতে পারেন। উল্লেখ্য, স্যালারি স্লিপ দেখালেই হোন্ডার বিগইউং থেকে বিক্রিত প্রিমিয়াম বাইকগুলিতে ৫,০০০ টাকা ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। তবে জানা গিয়েছে, XL750 Transalp অ্যাডভেঞ্চার বাইকটিতে ইনস্ট্যান্ট বা তাৎক্ষণিক ক্যাশ ডিসকাউন্ট হিসেবে ৮০,০০০ টাকা পর্যন্ত অফার করা হচ্ছে। সমস্ত অফার মার্চ পর্যন্ত চলবে।
সম্প্রতি ভারতে দুই বাইকের আপডেটেড ভার্সন লঞ্চ করেছে হোন্ডা। সিবি৩৫০ এবং সিবি৩৫০আরএস দুই মডেলে নতুন রঙের বিকল্প পাওয়া যাবে। সিবি৩৫০ মডেলে তিনটি নতুন কালার অপশন যুক্ত হয়েছে। আর সিবি৩৫০আরএস মডেলেও দুটি রং যোগ করা হয়েছে। এছাড়াও বাইকের সাইড প্যানেল এবং ফুয়েল ট্যাঙ্কের ডিজাইনেও পরিবর্তন করেছে হোন্ডা।
এই দুই বাইক ছাড়াও সদ্য বাজারে লঞ্চ হয়েছে আরও একটি মডেল NX200। আসলে হোন্ডা তাদের পুরনো CB200X অ্যাডভেঞ্চার বাইকের নাম পাল্টে NX200 হিসাবে বিক্রি করেছে। ৪.২ ইঞ্চি টিএফটি ডিজিটাল স্ক্রিন, ব্লুটুথ কানেক্টিভিটি, টাইপ-সি চার্জিং পোর্ট সহ এসেছে এই মোটরসাইকেল। এটির দাম রাখা হয়েছে ১.৬৮ লাখ টাকা (এক্স-শোরুম)।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.