Amazon Great Freedom Festival Sale: ফ্লিপকার্টের পর এবার অ্যামাজন আনলো ফ্রিডম সেল

Flipkart স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ ফ্রিডম সেল নিয়ে আসার পর এবার পাল্টা দিল চির প্রতিদ্বন্দ্বী ই-কামার্স প্ল্যাটফর্ম Amazon। কোম্পানিটির তরফে আজ Great Freedom Festival Sale এর দিনক্ষণ জানানো হয়েছে। ৩১ জুলাই দুপুর ১২টা থেকে এই সেল সবার জন্য শুরু হবে। তবে প্রাইম ইউজাররা আগের দিন রাত ১২টা থেকেই সেলে কেনাকাটা করতে পারবেন। Amazon ইতিমধ্যেই এই সেলের জন্য একটি ডেডিকেটেড মাইক্রোসাইট তৈরি করেছে, যেখানে বিভিন্ন অফার ও ডিল সম্পর্কে জানানো হচ্ছে।
Amazon Great Freedom Festival Sale এর অফার
অ্যামাজন গ্রেট ফ্রিডম ফেস্টিভ্যাল সেলে স্মার্টফোন, ল্যাপটপ, টিভি, রেফ্রিজারেটর, এসি-সহ একাধিক হোম অ্যাপ্লায়েন্সে বাম্পার ডিসকাউন্ট পাওয়া যাবে। এছাড়া ক্রেতারা গোল্ড রিওয়ার্ডস, গিফট কার্ড ভাউচার, রাত ৮টার ডিল, ট্রেন্ডিং ডিল এবং ব্লকবাস্টার ডিলের মতো স্পেশাল অফারের লাভ ওঠাতে পারবেন।
Amazon Great Freedom Festival Sale এর ব্যাঙ্ক ও গিফট কার্ড অফার
অ্যামাজন গ্রেট ফ্রিডম ফেস্টিভ্যাল সেলে SBI কার্ড ব্যবহারকারীরা পেয়ে যাবেন সরাসরি ১০ শতাংশ ছাড়। আবার গিফট কার্ডের মাধ্যমে আরও ১০ শতাংশ এবং গোল্ড রিওয়ার্ডসের মাধ্যমে অতিরিক্ত ৫ শতাংশ বাঁচানোর সুযোগ থাকবে ক্রেতাদের কাছে।
Amazon Great Freedom Festival Sale এর ডিল ও ডিসকাউন্ট
Amazon Great Freedom Festival সেলে ‘বাজার’ সেগমেন্টে ফ্যাশন ও হোম প্রোডাক্টে ৮০ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে। আবার ‘ট্রেন্ডিং ডিল’, ‘৮ PM ডিল’, ও ‘ব্লকবাস্টার ডিল’-এ মোবাইল, ল্যাপটপ, টিভি ও অন্যান্য ইলেকট্রনিক্স প্রোডাক্টের উপর দেওয়া হবে বাম্পার ডিসকাউন্ট। অনেক প্রোডাক্টে এক্সচেঞ্জ বোনাস পাওয়া যাবে।
প্রসঙ্গত, কিছুদিন আগেই Amazon আয়োজন করেছিল প্রাইম ডে সেল, যেখানে শুধু প্রাইম মেম্বাররা কেনাকাটা করার সুযোগ পেয়েছিল। কিন্তু ফ্রিডম সেলে সবাই অফারগুলির লাভ ওঠাতে পারবেন।