অটোকার

স্টক খালি করতে 1 লক্ষ টাকা ডিসকাউন্ট, নতুন বছরে নতুন গাড়ির মালিক হবেন নাকি!

Published on:

Honda Amaze unsold stock available with rs 1 lakh discount

অফারের মেয়াদ এখনও রয়েছে। Honda Amaze গাড়ির পুরনো স্টকগুলির উপর দেওয়া হচ্ছে এক লক্ষ টাকা ছাড়। সম্প্রতি নতুন Amaze বাজারে এনেছে কোম্পানি। যার ফলে শোরুমে রয়েছে একাধিক পুরনো স্টক। যেগুলি দ্রুত খালি করতে এই অফার বলে জানা গিয়েছে বিভিন্ন প্রতিবেদনে। অনেকেই নির্ভরযোগ্য গাড়ি মনে করেন এই মডেলকে। আপনিও যদি কেনার পরিকল্পনা করেন তাহলে অফারটি বিস্তারিত জেনে নিন।

অফারে যাওয়ার আগে জানিয়ে রাখি, সম্প্রতি যে Honda Amaze লঞ্চ হয়েছে, তা তৃতীয় প্রজন্মের মডেল। গাড়ির দাম শুরু 7.99 লক্ষ টাকা থেকে। ডিজাইন, কেবিন লুক এবং ফিচার্স আপডেট করা হয়েছে। তবে ইঞ্জিন অপরিবর্তিত রয়েছে। নতুন গাড়ি আসার ফলে পুরনো মডেলে লাখ টাকা ছাড় দিচ্ছে হোন্ডা।

WhatsApp Community Join Now

জানুয়ারিতে Honda Amaze গাড়িতে ছাড়

আপনি যদি Honda Amaze কিনতে চান এবং মনে করেন যে নতুন মডেলে পুরানো মডেলের তুলনায় খুব বেশি আপগ্রেড নেই, তাহলে এটি ভালো সুযোগ হতে পারে। অবিক্রিত পুরানো মডেলে এক লক্ষ টাকা পর্যন্ত ছাড় রয়েছে। ডিলার ইনভেন্টরির উপর ভিত্তি করে পাওয়া যাবে অফার। যতদিন স্টক থাকবে ততদিন কম দামে কেনা যাবে গাড়িটি।

Honda Amaze ছাড়াও, অন্যান্য Honda মডেলে ডিসকাউন্ট গত মাস থেকে জানুয়ারি অব্দি জারি রাখা হয়েছে। Honda City গাড়িতে 73,000 টাকা পর্যন্ত সুবিধা পাবেন। সিটির হাইব্রিড মডেলগুলি 90,000 টাকার ক্যাশ ডিসকাউন্ট-সহ বিক্রি করা হচ্ছে। SUV গাড়ি Elevate এর উপর 86,000 টাকা পর্যন্ত আকর্ষণীয় ছাড় রয়েছে। তবে এই অফারগুলি শুধুমাত্র সীমিত সময়ের জন্য উপলব্ধ এবং 2024 সালে উৎপাদন হওয়া মডেলগুলিতে বৈধ।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন