গাড়ির থেকেও শক্তিশালী বাইক, ইঞ্জিনে দানবের ক্ষমতা, বিরাট চমক আনছে Honda

ভারতে হাজার সিসি সেগমেন্টে মোটরসাইকেলের সংখ্যা বেশি নয়। বাইক-প্রেমীদের সেই আক্ষেপ মেটাতে এবার একটি হাই-পারফরম্যান্স টু-হুইলার নিয়ে দেশের বাজারে হাজির হচ্ছে হোন্ডা। জাপানি সংস্থাটি তাদের বিগউইং শোরুমের সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলিতে Honda CB1000 Hornet মডেলটিকে আনুষ্ঠানিকভাবে টিজ করেছে। খুব তাড়াতাড়ি বাইকটি লঞ্চ হয়ে যাবে বলে আশা করা যায়। এটির মাধ্যমে লিটার-ক্লাস, স্ট্রিট নেকেড সেগমেন্টে হোন্ডার প্রবেশ ঘটতে চলেছে।

CB1000 Hornet বিদেশে দুটি ভেরিয়েন্টে পাওয়া গেলেও, ভারতে দুটি ভেরিয়েন্টই লঞ্চ হবে কিনা তা স্পষ্ট নয়। জানিয়ে রাখি, হাই-ক্যাপাসিটির টু-হুইলার মার্কেটে হোন্ডা সাফল্যের সাথে এগিয়ে চলেছে। খুব সম্প্রতি X-ADV 750 অ্যাডভেঞ্চার স্কুটার এদেশে নিয়ে এসেছে তারা। এটি ম্যাক্সি-স্টাইলের বিশাল বড় স্কুটার। দাম ১১.৯০ লক্ষ টাকা (এক্স-শোরুম) রাখা হয়েছে।

Honda CB1000 Hornet: ইঞ্জিন ও ফিচার্স

হোন্ডা সিবি১০০০ হর্নেট একটি ৯৯৯ সিসি ইনলাইন ফোর সিলিন্ডার ইঞ্জিন দ্বারা পরিচালিত, যা ১১,০০০ আরপিএম গতিতে সর্বাধিক ১৫০ হর্সপাওয়ার এবং ৯,০০০ আরপিএমে ১০৪ এনএম টর্ক উৎপন্ন করে। এই ইঞ্জিনটি একটি ছয়-স্পিড গিয়ারবক্সের সাথে যুক্ত। অন্যদিকে, বাইকটির আরও শক্তিশালী এসপি ভেরিয়েন্টের আউটপুট ১৫৫ বিএইচপি এবং ১০৭ এনএম।

ফিচার্সের প্রসঙ্গে আসলে, বাইকটিতে তিনটি প্রিসেট রাইড মোড রয়েছে – রেইন, স্ট্যান্ডার্ড এবং স্পোর্ট। আবার দুটি কাস্টমাইজেবল ‘ইউজার’ মোড উপলব্ধ। ইউজার মোডে, রাইডাররা তাদের প্রয়োজনীয়তা অনুসারে থ্রটল রেসপন্স এবং ট্র্যাকশন কন্ট্রোলের মতো প্যারামিটার পরিবর্তন করতে সক্ষম হবেন। মোটরসাইকেলটিতে একটি রঙিন টিএফটি ডিসপ্লে, এলইডি প্রজেক্টর হেডল্যাম্প ও ব্লুটুথ কানেক্টিভিটির সুবিধাও রয়েছে।