আধুনিক স্টাইলে রেট্রো মোটরসাইকেল লঞ্চ করল Honda, চাপে পড়বে রয়্যাল এনফিল্ড

হোন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া তাদের জনপ্রিয় রেট্রো-স্টাইল মোটরসাইকেল, H’ness CB350-এর জন্য তিনটি নতুন কালার স্কিম নিয়ে হাজির হয়েছে। পার্ল নাইটস্টার ব্ল্যাক, ম্যাট ম্যাসিভ গ্রে মেটালিক ও অ্যাথলেটিক ব্লু মেটালিক নামে ওই নতুন কালার অপশনগুলি টপ-স্পেক ডিএলএক্স প্রো ক্রোম ভ্যারিয়েন্টে যুক্ত হয়েছে। প্রতিটি রঙের দাম ২.১৫ লাখ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু। নতুন মডেলগুলি ইতিমধ্যে ডিলারশিপে চলে এসেছে এবং শীঘ্রই ডেলিভারি শুরু হবে।
Honda H’ness CB350: ইঞ্জিন স্পেসিফিকেশন
নতুন রঙ যুক্ত হওয়া ছাড়া মোটরসাইকেলের অন্যান্য স্পেসিফিকেশন অপরিবর্তিত রয়েছে। হোন্ডা হাইনেস সিবি৩৫০ মডেলটি ৩৪৮ সিসির সিঙ্গেল সিলিন্ডার এয়ার-কুল্ড ইঞ্জিন দ্বারা চালিত, যা ৫,৫০০ আরপিএম গতিতে ২০.৭ হর্সপাওয়ার এবং ৩,০০০ আরপিএম গটিতে ৩০ এনএম টর্ক উৎপন্ন করে। ইঞ্জিনটি পাঁচ গতির গিয়ারবক্স এবং অ্যাসিস্ট স্লিপার ক্লাচের সঙ্গে যুক্ত।
Honda H’ness CB350: ফিচার্স ও হার্ডওয়্যার
বাইকটির ফিচার্সের মধ্যে সেমি-ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, এলইডি হেডল্যাম্প, এলইডি টেলল্যাম্প, এলইডি উইঙ্কার, স্প্লিট সিট, ইমার্জেন্সি স্টপ সিগন্যাল (ইএসএস), ডুয়াল-চ্যানেল এবিএস, হোন্ডা সিলেক্টেবল টর্ক কন্ট্রোল (এইচএসটিসি), হ্যাজার্ড সুইচ, এবং হোন্ডা রোডসিঙ্ক উল্লেখযোগ্য।
হাইনেস সিবি৩৫০ হাফ-ডুপ্লেক্স ক্র্যাডেল ফ্রেমের উপর তৈরি, যার সামনে টেলিস্কোপিক ফর্ক ও পিছনে টুইন শক অ্যাবজর্ভার রয়েছে। সামনে ও পিছনে যথাক্রমে ৩১০ মিমি ডিস্ক ও ২৪০ মিমি ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে। এছাড়া, ১৯ ইঞ্চি ফ্রন্ট ও ১৮ ইঞ্চি রিয়ার হুইলে দৌড়য় এটি। হোন্ডা চাকায় টিউবলেস টায়ার রাখার কারণে নিশ্চিন্তে রাইড করা যাবে।