অটোকার

হোন্ডার মোটরসাইকেলে মিলছে 5000 টাকা ছাড়, এমন অফার কিন্তু বারবার আসবে না

Published on:

honda offers discounts of 5000 on bigwing motorcycles

অফিস বা কর্পোরেট চাকুরেদের জন্য খুশির খবর। অনেকদিন ধরে মোটরসাইকেল কেনার পরিকল্পনা করলে এটাই সুবর্ণ সুযোগ। কারণ Honda তাদের BigWing শোরুম থেকে বিক্রিত প্রতিটি প্রিমিয়াম মোটরসাইকেলগুলির উপর ৫,০০০ টাকা ছাড় ঘোষণা করেছে। হোন্ডা বিগউইং-এর এক্স (সাবেক টুইটার) প্রোফাইলের একটি পোস্টে বলা হয়েছে, স্যালারি স্লিপ দেখালেই উক্ত ডিসকাউন্ট পাওয়া যাবে।

হোন্ডা বিগউইং ডিলারশিপে এই অফার মার্চ মাস পর্যন্ত পাওয়া যাবে। অর্থাৎ হাতে এখনও ১০ দিন সময় রয়েছে। NX200 (আগে নাম ছিল CB200X) এবং Hornet 2.0 আগে সংস্থার সাধারণ শোরুমে উপলব্ধ হলেও, গত বছর জুলাইয়ে বিগউইং-এর অধীনে নিয়ে আসা হয়েছে। বর্তমানে হোন্ডার এই প্রিমিয়াম শোরুম থেকে স্পোর্টস বাইক, ক্রুজার, রেট্রো, অ্যাডভেঞ্চার মোটরসাইকেল ধরে একাধিক মডেল বিক্রি হয়।

হোন্ডার এই প্রিমিয়াম আউটলেট থেকে বিক্রিত অন্য মডেলগুলির মধ্যে রয়েছে, CB300F, H’ness CB350, CB350, CB350RS, NX500, Transalp, CB650R, এবং GoldWing। শেষেরটি ভারতের বাজারে হোন্ডার সবচেয়ে দামি দুই চাকার গাড়ি। এই লাক্সারি ক্রুজার কিনতে প্রায় ৪০ লক্ষ টাকা (এক্স-শোরুম) খরচ হয়।

হোন্ডা তাদের পুরনো CB200X অ্যাডভেঞ্চার বাইকের নাম পাল্টে NX200 NX200 হিসাবে ভারতে লঞ্চ করেছে। দাম ১,৬৮,৪৯৯ টাকা (এক্স-শোরুম) রেখেছে জাপানি কোম্পানিটি। দুই মডেলের ডিজাইন একরকম থাকলেও নতুন সংস্করণে কিছু আধুনিক ফিচার্য যোগ করা হয়েছে। পাশাপাশি বাইকটি OBD2B কমপ্লায়েন্ট ইঞ্জিন দিয়ে আপডেট করা হয়েছে।

ইলেকট্রনিক্স ডিভাইস চার্জ করার জন্য চার্জিং পোর্ট রয়েছে৷ সাথে ব্লুটুথ কানেক্টিভিটি এবং রোডসিঙ্ক অ্যাপ সাপোর্ট সহ একটি ৪.২ ইঞ্চির ফুল-ডিজিটাল টিএফটি ডিসপ্লে যোগ করা হয়েছে। ১৮৪.৮ সিসির ইঞ্জিন থেকে ৮,৫০০ আরপিম গতিতে ১৬.৭৬ হর্সপাওয়ার এবং ৬,০০০ আরপিএমে ১৫.৭ এনএম টর্ক পাওয়া যায়। ফাইভ স্পিড গিয়ারবক্স, অ্যাসিস্ট এবং স্লিপার ক্লাচ সহ ডুয়াল-চ্যানেল এবিএস উপলব্ধ।