বর্তমানে নিও-রেট্রো মোটরসাইকেলের বাজারে Royal Enfield Hunter 350-এর চাহিদা আকাশছোঁয়া। এবার এই বাইকটিকে টক্কর দিতে নতুন মডেল নিয়ে হাজির হতে পারে Honda। জাপানি সংস্থাটি এই বিষয়ে মুখ না খুললেও তাদের একটি নতুন বাইকের পেটেন্ট ফাঁস হয়ে জল্পনা বাড়িয়েছে। নতুন মডেলটির নাম অজানা হলেও ডিজাইন দেখে এটি Hornet 2.0-এর উপর ভিত্তি করে তৈরি বলে মনে করা হচ্ছে।
হোন্ডার নতুন বাইকের ডিজাইন ফাঁস
Hornet 2.0 মডেলটির মতো হোন্ডার আসন্ন বাইকে উল্টানো ফর্ক, অ্যালয় হুইল, এবং নিসিন ক্যালিপার সহ পেটাল টাইপ ডিস্ক ব্রেক লক্ষ্য করা গিয়েছে। একইভাবে, পেটেন্ট ইমেজে সিঙ্গেল সিলিন্ডার, এয়ার-কুলড ইঞ্জিন ও সিঙ্গেল ডাউনটিউব চ্যাসিস ১৮৪ সিসি ইঞ্জিন দ্বারা চালিত Hornet 2.0-এর সাথে সাদৃশ্য বহন করে।
আবার উল্লেখযোগ্য বিষয় হল, একটু ভাল করে দেখলে ভারতের বাইরে বিক্রিত CB290R-এর সঙ্গে এই বাইকের ক্রাঙ্ককেসের মিল খুঁজে পাওয়া যায়। Hornet 2.0 অথবা CB190R-এর প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে নির্মিত হলেও, হোন্ডার নতুন বাইকের ডিজাইন বেশ আকর্ষণীয় বলা চলে। রাউন্ড স্প্লিট এলইডি হেডল্যাম্প ছোট রাউন্ড টার্ন ব্লিঙ্কার এবং একটি ছোট ইন্সট্রুমেন্ট ক্লাস্টার রয়েছে এতে।
এই মোটরসাইকেল বাজারে আনার পিছনে হোন্ডার প্রধান উদ্দেশ্য হল, নিও-রেট্রো সেগমেন্টে Royal Enfield Hunter 350-কে টক্কর দেওয়া। নতুন বাইকটির দাম ১.৪০ লক্ষ (এক্স-শোরুম) টাকা থেকে শুরু হবে বলে আশা করা যায়। তবে ঠিক কবে লঞ্চ হতে পারে সেই বিষয়ে কিছু বলা যাচ্ছে না।