বৈদ্যুতিক গাড়ির বাজারে জনপ্রিয় এক নাম হল টেসলা (Tesla)। এবার ইলন মাস্কের এই সংস্থাকে টক্কর দিতে ময়দানে নামল জাপানের অটো জায়ান্ট হোন্ডা (Honda)। কোম্পানিটি একটি অত্যাধুনিক ইলেকট্রিক SUV লঞ্চ করেছে, যার নাম S7। এটি চীনে হোন্ডার প্রথম হাই-এন্ড ইভি মডেল। গাড়িটি Tesla Model Y-এর মতো বিপুল জনপ্রিয় প্রিমিয়াম ইলেকট্রিক এসইউভি-কে প্রতিযোগিতার মুখে ফেলবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সাফল্য পেলে ভারতেও আসতে পারে।
হোন্ডার এই ব্যাটারি চালিত গাড়ির দাম প্রায় ৩৬,০০০ মার্কিন ডলার থেকে শুরু হচ্ছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৩১.৩৭ লক্ষ টাকার সমান। এটি সিঙ্গেল-মোটর (RWD) এবং ডুয়াল-মোটর (AWD) কনফিগারেশনে উপলব্ধ।
RWD ভেরিয়েন্টটিতে একটি ২৬৮ হর্সপাওয়ারের বৈদ্যুতিক মোটর এবং একটি ৮৯.৮ কিলোওয়াট আওয়ারের এনএমসি (নিকেল ম্যাঙ্গানিজ কোবাল্ট) ব্যাটারি প্যাক রয়েছে, যা একবার চার্জে ৬৫০ কিমি ড্রাইভিং রেঞ্জ প্রদান করে।
অন্যদিকে, একটি অতিরিক্ত ফ্রন্ট মোটর সহ AWD মডেলটি ৪৬৯ হর্সপাওয়ার পর্যন্ত শক্তি ও ৬২০ কিমি ড্রাইভিং রেঞ্জ (সার্টিফায়েড) প্রদান করে। ফার্স্ট ক্লাস কমফোর্ট ও স্টাইলিশ নতুন ডিজাইন গাড়িটির অন্যতম ইউএসপি। সামনের ও পিছনের দিকটি কৌণিক, যা গাড়িতে আধুনিক অথচ তীক্ষ্ণ চেহারা দেয়। এতে ফুট সেন্সিং ইলেকট্রিক টেলগেট এবং রিট্রাক্টেবল ডোর হ্যান্ডেল উপলব্ধ।
Honda S7 ইলেকট্রিক এসইউভি একাধিক প্রিমিয়াম ফিচার্সের সঙ্গে এসেছে, যার মধ্যে রয়েছে থ্রি-স্পোক মাল্টি-ফাংশন লেদার স্টিয়ারিং হুইল, স্ট্রিমিং মিডিয়া রিয়ারভিউ মিরর, ফ্রিগরেন্স সিস্টেম, BOSE সাউন্ড সিস্টেম, ১২.৮ ইঞ্চি এবং ১০.২৫ ইঞ্চির দুটি আলাদা স্মার্ট ইনফোটেইনমেন্ট স্ক্রিন এবং ৯.৯ ইঞ্চি ইন্সট্রুমেন্ট ডিসপ্লে। এছাড়া, অন্দরমহলে হোন্ডার প্রথম ডিমিং প্যানোরামিক সানরুফ রয়েছে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.