অটোকার

স্প্লেন্ডার-এর বিকল্প হয়ে উঠছে হোন্ডার এই বাইক, ফাটাফাটি মাইলেজ, দামও খুব কম

Published on:

honda-shine-100-poses-a-tough-challenge-to-hero-splendor

কম তেল খরচ করে এমন বাইকের সন্ধান যদি করেন তাহলে দারুন বিকল্প হতে পারে Honda Shine 100। এই বাইকটির দাম পকেটসাধ্য। আরাম, জ্বালানি সাশ্রয় এবং স্টাইলিশ ডিজাইনের কারণে বেশ জনপ্রিয় এই মডেল। নিত্য যাতায়াতের জন্য নির্ভরযোগ্য বাইক হতে পারে Honda Shine 100। এই বাইকের একটি ১২৫ সিসি ইঞ্জিনের বিকল্পও রয়েছে, তবে আপনার বাজেট যদি কম হয় তাহলে ১০০ সিসির মডেল বেছে নিতে পারেন।

Honda Shine 100 এর ডিজাইনটি সুন্দর এবং নিখুঁত। এই বাইকটিতে রয়েছে সুন্দর জ্বালানি ট্যাঙ্ক, আকর্ষণীয় গ্রাফিক্স এবং চমৎকার রিড ফিনিশ। তাছাড়া বাইকের হাই-গ্রিপ টায়ার এবং আরামদায়ক সিট এটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। এই বাইকটি দেখতে খুবই ভালো এবং প্রিমিয়াম, যা তরুণ রাইডার ছাড়াও সমস্ত বাইক প্রেমীদের হৃদয় ছুঁয়ে যাবে।

Honda Shine 100 : পারফরম্যান্স ও ইঞ্জিন

Honda Shine 100-তে রয়েছে ৯৮.৫ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন, যা চমৎকার শক্তি এবং সাশ্রয়ী জ্বালানি দক্ষতার জন্য পরিচিত। এই বাইকের ইঞ্জিনটি ৭.২৮ হর্সপাওয়ার শক্তি উৎপন্ন করতে পারে। এই ইঞ্জিন আপনাকে কোনও ঝামেলা ছাড়াই শহরের রাস্তায় দ্রুত ভ্রমণের অভিজ্ঞতা দেবে। হাইওয়েতেও ভালো পারফরম্যান্স পাবেন। প্রতি লিটারে ৬৫ কিমি মাইলেজ পাওয়া যায়। বাইকের জ্বালানি ট্যাঙ্কের ক্যাপাসিটি ৯ লিটার হওয়ায় দীর্ঘ দূরত্ব ভ্রমণও আরামে করা যাবে।

Honda Shine 100 : ফিচার্স

এতে পাওয়া যাবে এলইডি হেডলাইট, অ্যানালগ ইন্সট্রুমেন্ট ক্লাস্টার ও সিবিএস (কম্বি ব্রেক সিস্টেম) এর মতো বৈশিষ্ট্য। কোম্পানির দাবি, বাইকের সিটটিও খুব আরামদায়ক, তাই দীর্ঘ দূরত্বের ভ্রমণেও কোনও সমস্যা হবে না। এর সাসপেনশন সিস্টেমটিও দক্ষ, যা বাইকটিকে যেকোনও ধরণের রাস্তায় আরামদায়ক রাখতে সাহায্য করে। বাজারে এই মুহূর্তে Honda Shine 100 এর দাম ৬৬,৯০০ টাকা (এক্স-শোরুম)।