হোন্ডার মোটরসাইকেল বা স্কুটার চালাননি এমন মানুষের সংখ্যা খুব কম। সে পূর্ব হোক বা পশ্চিম অথবা উত্তর বা দক্ষিণ, ভারতের প্রতিটি প্রান্তেই বিপুল সংখ্যায় বিক্রি হয় তাদের টু-হুইলার। জাপানি সংস্থাটি এখন ঘোষণা করেছে যে দেশের দক্ষিণাঞ্চলে তাদের দুই চাকা গাড়ি বিক্রি দুই কোটি বিক্রি ছাড়িয়ে গেছে। তাৎপর্যপূর্ণ বিষয় হল, দক্ষিণ ভারতে সংস্থার ১ কোটি টু-হুইলার বিক্রি হতে ১৭ বছর সময় লেগেছিল। যেখানে পরবর্তী ১ কোটিতে পৌঁছতে মাত্র ৭ বছর লেগেছে।
বর্তমানে অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, পুদুচেরি, কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে হোন্ডার দুই কোটির বেশি বাইক ও স্কুটার চলাচল করছে। দুই কোটি মডেল বিক্রয় মাইলফলক অর্জন উপলক্ষে সংস্থাটি তাদের জনপ্রিয় দুই স্কুটার Activa এবং Activa 125-এর জন্য সীমিত সময়ের একটি অফার চালু করেছে, যেখানে ক্রেতারা জিরো প্রসেসিং ফি এবং জিরো ডকুমেন্টেশন চার্জের সুবিধা পাবেন।
হোন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়ার ডিরেক্টর (বিক্রয় ও বিপণন) যোগেশ মাথুর বলেন, “দক্ষিণ ভারতে ২ কোটি মডেল বিক্রয়ের নজির অর্জন হোন্ডার টু-হুইলারের প্রতি গ্রাহকদের গভীর আস্থা এবং পছন্দের প্রতিফলন। এই সাফল্য তামিলনাড়ু, কর্ণাটক, তেলেঙ্গানা, কেরালা এবং অন্ধ্র প্রদেশ, পুদুচেরি এবং আন্দামান ও নিকোবর জুড়ে আমাদের রাইডারদের সাথে আমাদের দৃঢ় বন্ধনকে তুলে ধরে।”
উল্লেখ্য, গতকাল Honda Hornet 2.0 বাইকটির নতুন সংস্করণ ভারতে এসেছে, যার দাম ১,৫৬,৯৫৩ টাকা রাখা হয়েছে (এক্স-শোরুম)। নতুন কালার, গ্রাফিক্স, ইঞ্জিন আপডেট, এবং একঝাঁক নতুন ফিচার্স পেয়েছে এটি। আবার গত সপ্তাহে ভারতে পুরনো CB200X মডেলটির নাম বদলে NX200 হিসেবে নতুন পরিচয়ে লঞ্চ করেছে হোন্ডা। এই অ্যাডভেঞ্চার বাইকের দাম ১,৬৮,৪৯৯ টাকা (এক্স-শোরুম) রেখেছে কোম্পানি।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.