শুভ্রোদীপ চক্রবর্তী, কলকাতা: Honda XL750 Transalp অ্যাডভেঞ্চার বাইকে বিপুল ছাড়ের ঘোষণা করল কোম্পানি। ইনস্ট্যান্ট বা তাৎক্ষণিক ক্যাশ ডিসকাউন্ট হিসেবে ৮০ হাজার টাকা কম দামে কেনা যাচ্ছে এটি। এর পাশাপাশি বাইকের অ্যাক্সেসরিজের উপরেও ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। সাথে কম ডাউনপেমেন্ট ও ৯০% পর্যন্ত অর্থায়নের সুবিধা রয়েছে মোটরসাইকেলের উপর। প্রিমিয়াম মডেলের প্রতি ভারতীয় ক্রেতাদের আগ্রহ বাড়াতে এমন অফারের ঘোষণা করেছে হোন্ডা।
অর্থায়নের পাশাপাশি সুদের হারও কম থাকবে বলে জানিয়েছে কোম্পানি। তবে এই ছাড় পাওয়া যাবে যতক্ষণ পর্যন্ত বাইকের স্টক থাকবে। একবার স্টক সম্পূর্ণ খালি হয়ে গেলে অফারটি আর পাওয়া যাবে না। সীমিত সময়ের জন্য হোন্ডার Big Wing ডিলারশিপে এই ৮০ হাজার টাকা ছাড় পেতে পারেন ক্রেতারা। অফার সম্পর্কে আরও বিশদ জানতে হলে নিকটবর্তী শোরুমে যোগাযোগ করতে পারেন।
হোন্ডার এই বাইকে ৭৫৫ সিসি লিকুইড কুল্ড প্যারালাল টুইন সিলিন্ডার ইঞ্জিন রয়েছে, যা সর্বোচ্চ ৯০.৫১ হর্সপাওয়ার এবং ৭৫ এনএম টর্ক উৎপন্ন করতে পারে। সঙ্গে ছয় স্পিডের গিয়ার বর্তমান। এই বাইকে প্রচুর হাই-টেক ফিচার্স রয়েছে। যেমন, থ্রটল বাই ওয়্যার সিস্টেম, পাঁচটি রাইডিং মোড (স্পট, স্ট্যান্ডার্ড, রেইন, গ্রাভেল এবং ইউজার)। এই মোডগুলির সাহায্যে ইঞ্জিন পাওয়ার, ইঞ্জিন ব্রেকিং এবং বিশেষ টর্ক কন্ট্রোল বৈশিষ্ট্য ব্যবহার করা যায়।
এছাড়াও, ৫ ইঞ্চি টিএফটি স্ক্রিন, হোন্ডা স্মার্টফোন ভয়েস কন্ট্রোল সিস্টেম, স্মার্টফোন কানেক্টিভিটি, , অটোমেটিক টার্ন সিগন্যাল ক্যানসেলেশনের মতো অত্যাধুনিক বৈশিষ্ট্য রয়েছে। উন্নত সাসপেনশন ব্যবস্থার পাশাপাশি বাইকর সামনে ডুয়াল ডিস্ক ব্রেক, পিছনে সিঙ্গেল ডিস্ক ব্রেক ও ডুয়াল চ্যানেল এবিএস উপলব্ধ। ভারতে XL750 Transalp এর এক্স-শোরুম দাম ১০.৯৯ লক্ষ টাকা।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.