বাজারে এখন হাইব্রিড গাড়ির (Hybrid Car) সংখ্যা ক্রমশ বাড়ছে। এই ধরনের গাড়িতে ব্যবহৃত প্রযুক্তি পেট্রল ও ইলেকট্রিক গাড়ির তুলনায় আলাদা। যেহেতু মাইলেজ ভালো পাওয়া যায় এবং নির্গমন কম হয় তাই গাড়ির চাহিদা বাড়তে শুরু করেছে। তবে ব্যয়বহুল প্রযুক্তি থাকায় গাড়ির দাম, পেট্রল ও ইভির তুলনায় বেশি। তবে ভবিষ্যতে হাইব্রিড গাড়ির চাহিদা বাড়তে পারে বলে অভিমত বিশেষজ্ঞদের।
হাইব্রিড গাড়ি কী?
হাইব্রিড গাড়িতে ICE বা অভ্যন্তরীণ দহন ইঞ্জিন এবং একটি বৈদ্যুতিক মোটর থাকে। তবে এগুলির একমাত্র জ্বালানি হল পেট্রল বা ডিজেল। যে ব্যাটারি থাকে তার ভোল্টেজ কম হয়, তাই আর পাঁচটা ইলেকট্রিক গাড়ির সমান রেঞ্জ দিতে পারে না। তবে সুবিধা হল এগুলি বাইরে থেকে চার্জ করতে হয় না। অনেকের দাবি, বিভিন্ন ড্রাইভিং পরিস্থিতিতে আরও দক্ষতার সাথে কাজ করে হাইব্রিড গাড়ি।
কীভাবে কাজ করে হাইব্রিড গাড়ি?
পেট্রল গাড়ির মতোই ফাংশান করে এটির ICE ইঞ্জিন। ভরতে হয় জ্বালানি। তবে শেষ হয়ে গেলে গাড়ি একেবারে বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি থাকে না। কারণ এতে থাকে ইলেকট্রিক ব্যাটারি। যদিও সেটি এক কিলোওয়াট-ঘন্টা (kWh) এর বেশি হয় না। সম্পূর্ণ ইলেকট্রিক গাড়ির তুলনায় ব্যাটারির আকারের মাত্র ১-২%।
তবে দৈনন্দিন ড্রাইভিং প্রয়োজনীয়তা পূরণের জন্য পর্যাপ্ত শক্তি সঞ্চয় করতে পারে, যা হাইব্রিড গাড়ির দক্ষতা এবং জ্বালানি সাশ্রয় বৃদ্ধি করে। এটির একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল রিজেনারেটিভ ব্রেকিং ফিচার।
কেন এই গাড়িকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে?
হাইব্রিড গাড়ির একটি অন্যতম বৈশিষ্ট্য হল রিজেনারেটিভ ব্রেকিং। এমন একটি সিস্টেম যা গতি কমানোর সময় শক্তি পুনরুদ্ধার করে। চালক যখন ব্রেক প্রয়োগ করেন, তখন বৈদ্যুতিক মোটর ভূমিকা পরিবর্তন করে এবং একটি জেনারেটরে পরিণত হয়, যা গতিশক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করে।
এই শক্তি ব্যবহার করে গাড়ি চালানো যায়। ফলে জ্বালানি শক্তির উপর চাপ কম পড়ে। যে কারণে বায়ু দূষণও কম হয়। হাইব্রিড গাড়ির বেশ কিছু ব্যবহারিক সুবিধা রয়েছে। সাধারণত প্রথাগত গাড়ির তুলনায় এগুলো উল্লেখযোগ্যভাবে ভালো জ্বালানি সাশ্রয় করে। কম দূষণকারী এবং গ্রিনহাউস গ্যাস নির্গত করে।