অটোকার

Hyundai Aura কর্পোরেট এডিশন লঞ্চ হল ভারতে, উন্নত ফিচার্সের সঙ্গে দারুণ ডিজাইন

Published on:

hyundai-aura-corporate-launched-in-india-price-7-48-lakh

Hyundai Aura গাড়িটি ভারতে বেশ জনপ্রিয় বলা চলে। প্রতি মাসে এই সেডান ভাল সংখ্যায় বিক্রি হয়। আজ ভারতীয় ক্রেতাদের জন্য Aura Corporate এডিশন লঞ্চ করেছে হুন্ডাই। এই নতুন ভেরিয়েন্ট পেট্রোল ও সিএনজি উভয় পাওয়ারট্রেন অপশনে পাওয়া যাবে। দাম যথাক্রমে ৭.৪৮ লক্ষ টাকা এবং ৮.৪৭ লক্ষ টাকা (এক্স-শোরুম)।

নতুন Hyundai Aura Corporate মডেলটি S ও SX ট্রিমের মাঝখানে অবস্থান করছে। এটি টপ-স্পেক SX এবং SX(O) ট্রিমের তুলনায় আরও সাশ্রয়ী মূল্যে কেনা যাবে। লো-স্পেক S এবং E ভেরিয়েন্টের তুলনায় নতুন বৈশিষ্ট্য পেয়েছে। উল্লেখ্য, S ট্রিমের তুলনায় নতুন ভ্যারিয়েন্টের দাম ১০,০০০ টাকা বেশি। আর বর্তমানে এই গাড়ির দাম ৬.৫৪ লক্ষ টাকা থেকে শুরু হয়ে ৯.১১ লক্ষ টাকা (এক্স-শোরুম) পর্যন্ত গিয়েছে।

হুন্ডাই অরা কর্পোরেটে ১৫ ইঞ্চি ডুয়াল-টোন স্টিলের চাকা এবং সামনে এলইডি ডে-টাইম রানিং ল্যাম্প (ডিআরএল) রয়েছে। সাথে রিয়ার উইং স্পয়লারও আছে। কর্পোরেট ব্যাজিংও বর্তমান। গাড়ির ভিতরে একটি ছোট ৬.৭৫ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম আছে, যেখানে কোনও অ্যাপল কারপ্লে বা অ্যান্ড্রয়েড অটো কানেক্টিভিটি নেই।

গাড়িতে উপস্থিত অন্যান্য বৈশিষ্ট্যগুলির মধ্যে একটি রিয়ার এসি ভেন্ট এবং কাপ হোল্ডার সহ রিয়ার সেন্টার আর্মরেস্ট উল্ল্যেখযোগ্য। সুরক্ষার নিরিখে, অরা কর্পোরেট এডিশনে বেস মডেলের ন্যায় চারটি এয়ারব্যাগ, তিন-পয়েন্ট সিটবেল্ট এবং সিট বেল্ট রিমাইন্ডার দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ বাইকের দামে আস্ত গাড়ি, তাও আবার ইলেকট্রিক, তেল খরচ থেকে মিলবে মুক্তি

পারফরম্যান্সের দিক থেকে, এই গাড়িতে ১১৯৭ সিসি পেট্রোল ইঞ্জিন ব্যবহার হয়েছে। এটি ৮২ হর্সপাওয়ার শক্তি এবং ১১৪ এনএম টর্ক উৎপন্ন করে। তবে সিএনজি ভেরিয়েন্ট সর্বাধিক ৬৮ বিএইচপি শক্তি এবং ৯৫ এনএম টর্ক তৈরি করে। অরা পাঁচ গতির ম্যানুয়াল ও এএমটি গিয়ারবক্স অপশনে বেছে নেওয়া যাবে।