Hyundai Creta অনেক বছর ধরে ভারতে বিক্রি হয়ে আসছে। এই এসইউভি’র জনপ্রিয়তা চোখে পড়ার মতো। দিল্লিতে ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো চলাকালীন গাড়িটির বৈদ্যুতিক সংস্করণ লঞ্চ হয়েছে। Creta Electric-এর দাম শুরু হচ্ছে ১৭.৯৯ লক্ষ (এক্স-শোরুম) টাকা থেকে। অরিজিনাল ক্রেটার উপর ভিত্তি করে গাড়িটি তৈরি করেছে হুন্ডাই।
হুন্ডাই ক্রেটা ইলেকট্রিক তিনটি ম্যাট কালার সহ আটটি মনোটন এবং দুটি ডুয়াল-টোন রঙের বিকল্পে উপলব্ধ। এই ইভিটি দেখতে আইসিই সংস্করণের মতোই, কিন্তু বৈদ্যুতিক গাড়ি হওয়ার জন্য সামনের গ্রিল বন্ধ আছে। সেখানে উল্লম্বভাবে স্ট্যাক করা হেডল্যাম্প, এল আকৃতির এলইডি ডিআরএল, টেললাইট এবং উভয় প্রান্তে এলইডি লাইট বার অবস্থিত।
ক্রেটা ইলেকট্রিক ৪২ কিলোওয়াট আওয়ার ও ৫১.৪ কিলোওয়াট আওয়ার ব্যাটারি অপশনে অফার করছে হুন্ডাই। এদের রেঞ্জ যথাক্রমে ৩৯০ কিলোমিটার এবং ৪৭৩ কিলোমিটার। লং-রেঞ্জ ভ্যারিয়েন্ট ৭.৯ সেকেন্ডে ০-১০০ কিলোমিটার/ঘন্টা স্প্রিন্ট করতে পারে। ডিসি ফাস্ট চার্জার ব্যবহার করে গাড়ির ব্যাটারি ৫৮ মিনিটে ১০-৮০ শতাংশ চার্জ করা যাবে। ক্রেটা ইলেকট্রিক ভেহিকেল টু লোড (V2L) সাপোর্ট করে। ফলে গাড়ির ব্যাটারি থেকে শক্তি নিয়ে বিভিন্ন এক্সটার্নাল ডিভাইস চার্জ করা যাবে।
গাড়ির বিশেষ ফিচার্সের মধ্যে রয়েছে প্যানোরামিক সানরুফ, ভেন্টিলেটেড সিট, অটোমেটিক ক্লাইমেট, ৩৬০ ডিগ্রি ক্যামেরা, ডিজিটাল কী। গাড়িটি স্মার্টফোন বা স্মার্টওয়াচ দিয়ে চালু বা বন্ধ করা যাবে। ক্রেটা ইলেকট্রিকে লেভেল-টু ADAS আছে, যা লেন কিপিং অ্যাসিস্ট, ফরোয়ার্ড কোলিশন ওয়ার্নিং, ব্লাইন্ড স্পট কোলিশন ওয়ার্নিং, এবং স্মার্ট ক্রুজ কন্ট্রোলের মতো বৈশিষ্ট্য অফার করে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.