ভারতে বহু প্রতীক্ষিত ইলেকট্রিক গাড়ি উন্মোচন করল হুন্ডাই। লঞ্চ হওয়ার আগে প্রকাশ হল Hyundai Creta EV। ভারতে অন্যতম জনপ্রিয় SUV এই গাড়ি। আসন্ন Bharat Mobility Global Expo- তে দেখানো হবে গাড়িটি। এটি আনুষ্ঠানিক ভাবে লঞ্চ করা হবে 17 জানুয়ারি। দু’ধরনের ব্যাটারি থাকবে এই মডেলে।
ডিজাইনের ক্ষেত্রে, নতুন ক্রেটা ইলেকট্রিক গাড়িতে চার্জিং পোর্ট-সহ একটি ব্ল্যাঙ্কড-আউট গ্রিল, টুইক করা স্কিড প্লেট, রিয়ার বাম্পার, ব্ল্যাক-আউট ORVM, অ্যারো ইনসার্ট সহ-নতুন 17-ইঞ্চি অ্যালয় হুইল, সামনের দিকে সক্রিয় এয়ার ফ্ল্যাপ পাওয়া যাবে। এছাড়া মিলবে সামনে এবং পিছনে LED লাইট বার, টেলগেটে ‘ইলেকট্রিক’ ব্যাজ এবং একটি ফ্রঙ্ক।
হুন্ডাই ক্রেটা ইভির বিশেষ ফিচার্সের মধ্যে পাওয়া যাবে প্যানোরামিক সানরুফ, ডুয়াল 10.25 ইঞ্চি স্ক্রিন, অ্যাডভান্স ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম (ADAS স্যুট), V2L প্রযুক্তি, নতুন সেন্টার কনসোল, ড্রাইভ মোডের জন্য রোটারি ডায়াল, 360 ডিগ্রি ক্যামেরা, শিফট-বাই-ওয়্যার প্রযুক্তি এবং একটি ডিজিটাল কি।
Creta EV মডেলে পাওয়া যাবে দুই ব্যাটারি অপশন – 51.4 কিলোওয়াট আওয়ার এবং 42 কিলোওয়াট আওয়ার। ফুল চার্জে রেঞ্জ 390 কিলোমিটার থেকে 473 কিলোমিটার। এই গাড়িতে মিলবে একটি DC ফাস্ট চার্জার। যার সাহায্যে 58 মিনিটের মধ্যে 10-80 শতাংশ চার্জ করা যাবে। এছাড়াও থাকবে 11 কিলোওয়াট শক্তির একটি হোম চার্জার, যা 10-100 শতাংশ চার্জ করতে সময় নেবে চার ঘণ্টা।
17 জানুয়ারি দেশের বাজারে গাড়ির দাম প্রকাশ করবে সংস্থা। ভারতে Hyundai Creta EV এর প্রতিদ্বন্দ্বী গাড়িগুলি হল MG ZS EV, Mahindra BE 6, Tata Curvv EV, আসন্ন Maruti e-Vitara, এবং Honda Elevate-ভিত্তিক আপকামিং EV।