অটোকার

কম দামে কেনার শেষ সুযোগ, টাটা- মারুতির পর এই তারিখ থেকে সব গাড়ির দাম বাড়াচ্ছে Hyundai

Published on:

hyundai motor india to increase prices of its model range from april 2025

পয়লা এপ্রিল থেকেই আরও দামি হচ্ছে প্যাসেঞ্জার গাড়ি থেকে শুরু করে বাণিজ্যিক যানবাহন। সম্প্রতি, টাটা মোটরস, মারুতি সুজুকি, কিয়ার মতো সংস্থারা তাদের গাড়ির দাম বৃদ্ধির ঘোষণা করেছে। এবার সেই তালিকায় নাম লেখাল হুন্ডাই (Hyundai)। বর্তমানে বিক্রির নিরিখে ভারতের তৃতীয় বৃহত্তম এই প্যাসেঞ্জার কার নির্মাতা এপ্রিলে চার চাকা গাড়ির দাম ৩ শতাংশ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

Hyundai এপ্রিল থেকে গাড়ির দাম বাড়াচ্ছে

উৎপাদন খরচ বৃদ্ধি, পণ্যের দাম বৃদ্ধি এবং উচ্চতর পরিচালন ব্যয়ের কারণে হুন্ডাই গাড়ির দাম বাড়াচ্ছে বলে জানিয়েছে। মডেল এবং ভেরিয়েন্টের উপর দাম বৃদ্ধির পরিমাণ নির্ভর করবে। দক্ষিণ কোরিয়ার এই কোম্পানি ভারতে Grand i10 Nios, i20, Aura, Verna, Exter, Venue, Creta, Alcazar, ও Tucson এর মতো জনপ্রিয় গাড়ি বিক্রি করে। আবার তাদের ইলেকট্রিক মডেলগুলির মধ্যে রয়েছে Creta EV এবং Ioniq 5।

হুন্ডাই মোটর ইন্ডিয়ার ডিরেক্টর ও চিফ অপারেটিং অফিসার তরুণ গর্গ বলেন “হুন্ডাই মোটর ইন্ডিয়াতে, আমরা যতটা সম্ভব ক্রমবর্ধমান খরচ বহন করার চেষ্টা করি, যাতে আমাদের গ্রাহকদের উপর ন্যূনতম প্রভাব না পড়ে। তবে, পরিচালন ব্যয়ের ধারাবাহিক বৃদ্ধির সাথে সাথে, এখন এই ব্যয় বৃদ্ধির একটি সামান্য অংশ ক্রেতাদের সাথে ভাগ করে নেওয়া অপরিহার্য হয়ে পড়েছে।”

তিনি আরও যোগ করেন, “এই মূল্যবৃদ্ধি ২০২৫ সালের এপ্রিল থেকে কার্যকর হবে। আমাদের মূল্যবান গ্রাহকদের উপর ভবিষ্যতে যে কোনও প্রভাব কমাতে আমরা ধারাবাহিক অভ্যন্তরীণ প্রচেষ্টা চালিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।” উল্লেখ্য, গাড়ি নির্মাতারা মূল সাধারণত প্রতি বছর দুই বার গাড়ির দাম বাড়ায়। জানুয়ারিতে, হুন্ডাই-এর গাড়ির দাম ২৫,০০০ টাকা পর্যন্ত বেড়েছিল। হুন্ডাই ছাড়াও, মারুতি, টাটা, কিয়া ও রেনোর মতো কোম্পানিরা আগামী মাস থেকে গাড়ির দাম বাড়াবে।