এক ঝটকায় অনেকটাই সস্তা হল Hyundai Verna, এপ্রিল মাসে 65000 টাকা পর্যন্ত ছাড়

Hyundai তাদের বিলাসবহুল সেডান Verna এর উপর লোভনীয় অফারের ঘোষণা করল। এরফলে ভারনার MY2024 এবং MY2025 মডেল 65,000 টাকা পর্যন্ত ছাড়ে কেনা যাবে। উভয় মডেলের সাথে নগদ ছাড়, এক্সচেঞ্জ বোনাস, স্ক্র্যাপেজ বোনাস এবং কর্পোরেট ছাড় পাওয়া যাবে। উল্লেখ্য, হুন্ডাই আগামী 20 এপ্রিল থেকে তাদের গাড়ির দাম 3% বাড়াবে বলে জানিয়েছে। ফলে দাম বাড়ার আগে সস্তায় ভারনা কেনার দুর্দান্ত সুযোগ পাওয়া যাচ্ছে।
Hyundai Verna গাড়ির ফিচার এবং স্পেসিফিকেশন
হুন্ডাই ভারনা গাড়ির 1.5 লিটার অ্যাস্পিরেটেড পেট্রোল ইঞ্জিন 113 এইচপি পাওয়ার এবং 144 এনএম টর্ক উৎপন্ন করে। আবার 1.5 লিটার টার্বো-পেট্রো 158 এইচপি পাওয়ার এবং 253 এনএম টর্ক উৎপন্ন করে। এর সাথে 6 স্পিড ম্যানুয়াল, 6 স্পিড টর্ক কনভার্টার অটোমেটিক ইউনিট এবং 7 স্পিড ডি.সিটি অপশন পাওয়া যাবে। পরিমাপের কথা বললে গাড়িটির দৈর্ঘ্য 4,533 মিমি, প্রস্থ 1,765 মিমি এবং উচ্চতা 1,475 মিমি।
এর SX ট্রিমে MT এবং IVT-এর সাথে 1.5L MPi এবং MT এবং DCT-এর সাথে 1.5L টার্বো GDi উভয়ই পাওয়া যাবে। SX ট্রিমের উল্লেখযোগ্য ফিচারের মধ্যে আছে ফ্রন্ট পার্কিং সেন্সর, রিয়ার ক্যামেরা, অটো-ডিমিং IRVM, পুশ বাটন স্টার্ট-এর সাথে কীবলেস এন্ট্রি, হাইট অ্যাডজাস্টেবল ফ্রন্ট সিটবেল্ট, কর্নারিং ফাংশনের সাথে LED হেডলাইটস, 16-ইঞ্চি অ্যালয় হুইল (টার্বোর সাথে ব্ল্যাক) এবং আরও অনেক কিছু অন্তর্ভুক্ত।
এতে লেদার র্যাপ সহ 2-স্পোক স্টিয়ারিং, ফ্রন্ট টুইটার, একটি ইলেকট্রিক সানরুফ, স্মার্ট ট্রাঙ্ক রিলিজ, ওয়্যারলেস চার্জার, রিয়ার-ভিউ মনিটর, অ্যাম্বিয়েন্ট লাইটিং, অটো ফোল্ডিং ORVMs উপস্থিত। এর সাথে 10.25-ইঞ্চি টাচস্ক্রিন (টার্বো), কানেক্টেড কার টেক, প্যাডাল শিফটার (IVT এবং DCT), এয়ার পিউরিফায়ার (টার্বো), মেটালিকের মতো সুবিধা পাওয়া যাবে।