অটোকার

আট বছর নিশ্চিন্তে থাকুন! ওয়ারেন্টি বাড়ল Jawa, Yezdi, ও BSA মোটরসাইকেলের

Published on:

jawa yezdi and bsa motorcycles now come with 4 year standard warranty

মাহিন্দ্রার মালিকানাধীন ক্লাসিক লিজেন্ডস ভারতে জাওয়া, ইয়েজদি এবং বিএসএ ব্র্যান্ডের বাইক তৈরি এবং বিক্রয়ের জন্য পরিচিত। মূলত মিড-ক্যাপাসিটি মোটরসাইকেল সেগমেন্টে উপস্থিতি তাদের, ফলে স্বাভাবিকভাবেই চলে আসে রয়্যাল এনফিল্ডের সঙ্গে প্রতিযোগিতার প্রসঙ্গ। সেই লড়াইয়ে একধাপ এগিয়ে থাখতে আজ একটি নতুন মালিকানা নিশ্চিতকরণ বা ওনারশিপ অ্যাস্যুরেন্স প্রোগ্রাম (ওএপি) চালু করেছে তারা। যার অধীনে ৮ বছর পর্যন্ত কভারেজ দেওয়ার ঘোষণা করা হয়েছে।

Jawa, Yezdi, ও BSA মোটরসাইকেলে নতুন ওয়ারেন্টি প্ল্যান চালু

নতুন প্রোগ্রামের অধীনে জাওয়া, ইয়েজদি, এবং বিএসএ রেঞ্জের প্রতিটি মোটরসাইকেলে ৪ বছর বা ৫০,০০০ কিলোমিটার স্ট্যান্ডার্ড ওয়ারেন্টি উপলব্ধ হবে। স্ট্যান্ডার্ড ওয়ারেন্টি ছাড়াও, নতুন কর্মসূচির অংশ হিসেবে ৬ বছর পর্যন্ত ওয়ারেন্টি বৃদ্ধির বিকল্পও অফার করছে ক্লাসিক লিজেন্ডস। এর পাশাপাশি, ক্রেতারা যে কোনো সময় ২ বছরের ওয়ারেন্টিও বেছে নেয়া যাবে, বা প্রয়োজনে স্ট্যান্ডার্ড ওয়ারেন্টি শেষ হওয়ার পরেও যোগ করা যেতে পারে।

এছাড়াও, আরও একটি সুবিধা যুক্ত করা হয়েছে, যা হল ১ বছরের কমপ্লিমেন্টারি রোডসাইড অ্যাসিস্ট্যান্স (RSA), যা ৮ বছর পর্যন্ত বাড়ানো যেতে পারে। আবার ৫ বছরের কম্প্রিহেনসিভ AMC (বার্ষিক রক্ষণাবেক্ষণ চুক্তি) প্যাকেজও অফার করছে কোম্পানি। নতুন প্রোগ্রামের মেজর বেনিফিটগুলি নীচে আলোচনা করা হল।

  • দেশব্যাপী কভারেজ এবং বিশেষজ্ঞ প্রযুক্তিবিদদের দ্বারা পরিষেবা।
  • পরিষেবার সময় ভোগ্যপণ্য, শ্রম, এবং ক্ষয়প্রাপ্ত যন্ত্রাংশের জন্য “জিরো পেমেন্ট”।
  • বিনামূল্যে পিকআপ এবং ড্রপ পরিষেবা।
  • শ্রম মূল্যের (লেবার প্রাইস) ওঠানামা এবং মুদ্রাস্ফীতি থেকে সুরক্ষা।
  • হস্তান্তরযোগ্য কভারেজ যা পুনঃবিক্রয় মূল্য বৃদ্ধি করে।
  • ব্যক্তিগত রাইডিং চাহিদা অনুসারে কাস্টমাইজ করার সুবিধা।

উল্লেখ্য, ক্লাসিক লিজেন্ডস সাম্প্রতিক Jawa 350 বাইকটির এক বছর পূর্তি উদযাপন করতে একটি স্পেশ্যাল এডিশন লঞ্চ করেছে। নতুন এই মডেলটির নাম Jawa 350 Legacy Edition এবং এটির দাম ১.৯৯ লক্ষ টাকা (এক্স-শোরুম) ধার্য করা হয়েছে। মোটরসাইকেলটির মাত্র ৫০০ ইউনিটের তৈরি করেছে কোম্পানি। এতে প্রচুর ট্যুরিং ফ্রেন্ডলি অ্যাক্সেসরিজ যুক্ত করা হয়েছে।