Kia আজ ভারতে তাদের নতুন Syros সাব-কমপ্যাক্ট SUV লঞ্চ করেছে। এই গাড়িটির দাম ৮.৯৯ লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু হয়েছে। নতুন Syros-এর বুকিং ইতিমধ্যেই শুরু হয়েছে। বুক করার জন্য লাগছে ২৫,০০০ টাকা। ডেলিভারি ফেব্রুয়ারির মাঝামাঝি শুরু হবে। EV9 এবং Carnival-এর মতো প্রিমিয়াম মডেল থেকে অনুপ্রেণিত ডিজাইন নিয়ে এসেছে Kia Syros। অত্যাধুনিক প্রযুক্তি, প্রিমিয়াম কমফোর্ট এবং দুর্দান্ত ডিজাইনের সমন্বয়ে এই গাড়ি ভারতীয়দের মন জিতবে বলে আশা করা যায়।
Kia Syros ভ্যারিয়েন্ট, ইঞ্জিন স্পেসিফিকেশন
কিয়া সিরোস দুটি ইঞ্জিন অপশন ও ছয়টি ভেরিয়েন্টে এসেছে — HTK, HTK (O), HTK Plus, HTX, HTX Plus এবং HTX Plus (O)। প্রথম ইঞ্জিন অপশনটি হল ১.০ লিটার, তিন সিলিন্ডার, টার্বো পেট্রল। এটি সর্বাধিক ১২০ হর্সপাওয়ার ক্ষমতা এবং ১৭২ এনএম টর্ক তৈরি করতে পারে। সিক্স স্পিড ম্যানুয়াল বা সেভেন স্পিড ডিসিটি গিয়ারবক্সের মধ্যে বেছে নেওয়া যাবে।
অন্যদিকে, আরেকটি ইঞ্জিন হল ১.৫ লিটার, ফোর সিলিন্ডার, টার্বো ডিজেল। এটি সর্বোচ্চ ১১৫ এইচপি এবং ২৫০ এনএম টর্ক উৎপাদনে সক্ষম। সঙ্গে রয়েছে সিক্স স্পিড ম্যানুয়াল অথবা সিক্স স্পিড টর্ক কনর্ভাটার অটোমেটিক। প্রসঙ্গত, একই ডিজেল ইঞ্জিন ভার্না, ক্রেটা, সেল্টোস, ও সনেটে ব্যবহার হয়েছে। আবার সিরোসের পেট্রল ইঞ্জিন ভেন্যু, আই২০ এন-লাইন মডেলে শক্তি সরবরাহ করে।
Kia Syros ফিচার্স
কিয়া সিরোসে প্রচুর ফিচার্স রয়েছে। ইনফোটেইনমেন্ট সিস্টেম এবং ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারের জন্য ডুয়াল ১২.৩ ইঞ্চি ডিসপ্লে, প্যানোরামিক সানরুফ, ওয়্যারলেস চার্জার, ওটিএ আপডেট, অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপল কারপ্লে, কানেক্টেড কার টেক, পাওয়ার্ড ড্রাইভার সিট, ভেন্টিলেটেড ফ্রন্ট সিট, আটটি স্পিকারযুক্ত হারমান কার্ডন সাউন্ড সিস্টেম মিলবে এই সাব-কম্প্যাক্ট এসইউভি-তে।
এছাড়াও, ইলেকট্রনিক পার্কিং ব্রেক, রিক্লাইনিং সিট, সেন্টার আর্মরেস্ট, ছয়টি এয়ারব্যাগ, ৩৬০ ডিগ্রি ক্যামেরা, এবং দ্বিতীয় পর্যায়ের ADAS (অ্যাডভ্যান্সড ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম) স্যুটের অধীনে অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল, অটোমেটিক এমার্জেন্সি ব্রেকিং, লেন কিপ অ্যাসিস্ট, ব্লাইন্ড স্পট মনিটরিংয়ের মতো বৈশিষ্ট্য বর্তমান৷
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.