কোমাকি ইলেকট্রিক ভেহিকেলস পারফরম্যান্স ও এফিশিয়েন্সির উপর গুরুত্ব দিয়ে খুব সস্তায় একটি দুর্দান্ত বৈদ্যুতিক স্কুটার ভারতে নিয়ে এসেছে। এই হাই-স্পিড মডেলটির নাম Komaki X3৷ এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে মহিলারা সহজেই চালাতে পারেন। দাম রাখা হয়েছে ৫২,৯৯৯ টাকা। তবে আসন্ন নারী দিবস উপলক্ষে ৯৯,৯৯৯ টাকায় (এক্স-শোরুম) স্কুটারটির দুটি মডেল কেনার সুযোগ দিচ্ছে কোম্পানি।
লিমিটেড পিরিয়ড এই অফারে স্কুটারের দামে ৬,০০০ টাকা পর্যন্ত সাশ্রয়ের সুযোগ মিলবে। তবে এই ডিল কতদিন চলবে বা শুধু মহিলারাই কেনার সুযোগ পাবে কিনা, তা এখনও জানা যায়নি। ৫৫ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে ছুটতে সক্ষম এই স্কুটি। উচ্চ ক্ষমতাসম্পন্ন লিথিয়াম-আয়ন ব্যাটারি দিয়ে সজ্জিত এই বৈদ্যুতিক দুই চাকা ৭৫ থেকে ১০০ কিলোমিটার রেঞ্জ এবং দ্রুত চার্জিংয়ের প্রতিশ্রুতি দেয়। ফলে নিত্যদিন চালানোর উপযুক্ত করে তোলে।
লঞ্চ প্রসঙ্গে কোম্পানির প্রতিষ্ঠাতা গুঞ্জন মালহোত্রা বলেছেন, Komaki X3 সিরিজের সূচনা ভারতের EV বিপ্লবের নেতৃত্ব দেওয়ার আরেকটি মাইলফলক হিসেবে বিবেচিত হতে পারে। X3 সিরিজ শক্তি, উদ্ভাবন, এবং রাস্তায় প্রতিটি আরোহীর ক্ষমতায়নের প্রতি আমাদের প্রতিশ্রুতির প্রমাণ।”
Komaki X3 ইলেকট্রিক স্কুটারে ডুয়েল এলইডি হেডলাইট, এলইডি ফ্রন্ট ইন্ডিকেটর, স্মার্ট অ্যাসিস্ট বৈশিষ্ট্য, ডিস্ক ব্রেক সিস্টেম, গিয়ার অ্যাসিস্ট, পার্কিং রিপেয়ার অ্যাসিস্ট, ও গিয়ার মোড রয়েছে। ডিজিটাল ড্যাশবোর্ডে প্রয়োজনীয় তথ্য দেখতে পাবে রাইডার। স্কুটারটি ভারত জুড়ে কোমাকির ডিলারশিপে উপলব্ধ।গ্রাহকরা বিভিন্ন ই-কমার্স প্ল্যাটমর্মের মাধ্যমেও স্কুটারটি কিনতে পারবেন।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.