স্টাইলিশ ডিজাইন সহ KTM 390 Enduro R বাইক ভারতে আসছে, চাপে পড়বে Kawasaki

KTM মোটরসাইকেল ভারতীয় বাজারে তাদের নতুন 390 এন্ডুরো আর (Enduro R) বাইক আগামী ১১ এপ্রিল লঞ্চ করতে চলেছে। 390 এন্ডুরো আর একটি অফ-রোড ফোকাসড মোটরসাইকেল, যা বেশিরভাগ ফিচার 390 অ্যাডভেঞ্চারের মতো হবে। KTM 390 Enduro R বাইকে লিকুইড-কুলড, 399 সিসি, সিঙ্গল-সিলিন্ডার ইঞ্জিন দেওয়া হয়েছে, যা ডিউক এবং অ্যাডভেঞ্চার মডেলের মতো 46এইচপি পাওয়ার এবং 39এনএম টর্ক উৎপন্ন করে। মেন ফ্রেম এবং সোয়িংআর্ম লেটেস্ট-জেনারেশন 390 অ্যাডভেঞ্চারের মতোই থাকবে।

এদিকে কেটিএম 390 এন্ডুরো আর বাইকে অ্যাডভেঞ্চারের মতো 240mm রিয়ার ব্রেক ডিস্কের সাথে একটি ছোট 285mm ফ্রন্ট ডিস্ক ব্রেক থাকবে। ভারত-স্পেক 390 এন্ডুরো আর-এর জন্য বাজাজ একই সাসপেনশন ইউনিট ব্যবহার করেছে যা 390 অ্যাডভেঞ্চারে দেখা গেছে। এর মানে হল যে আপনি 200mm/205mm (F/R) সাসপেনশন ট্রাভেল পাবেন। এর ফলে 390 এন্ডুরো আর-এর সিটের উচ্চতা 860mm হবে।

এটি গ্লোবাল মার্কেটে বিক্রি হওয়া মডেলের 890 মিমি উচ্চতার সীটের থেকে কিছুটা কম। এই কারণে ভারতীয় বাইকের গ্রাউন্ড ক্লিয়ারেন্সও 272 মিমি থেকে কমে 253 মিমি হবে। বাকি বিশেষত্ব বিদেশে বিক্রি হওয়া বাইকের মতোই। এতে ছোট TFT ডিসপ্লে এবং 9 লিটার জ্বালানী ট্যাংক থাকবে। 177 কিলোগ্রাম ওজন নিয়ে, 390 এন্ডুরো আর 390 অ্যাডভেঞ্চার মডেলের তুলনায় 5-6 কিলোগ্রাম হালকা হবে।

KTM 390 Enduro R বাইকের ভারতে দাম

দামের কথা বললে, কেটিএম 390 এন্ডুরো আর মূল্য 390 অ্যাডভেঞ্চার এক্স এবং 390 অ্যাডভেঞ্চার এর মধ্যে থাকবে। এই দামে, একমাত্র প্রতিযোগী হল কাওয়াসাকি KLX230, যা এর থেকে হালকা এবং কম পাওয়ারফুল। বাইকটির সঠিক দাম জানতে 11 এপ্রিল পর্যন্ত অপেক্ষা করতে হবে।