KTM Electric Duke: কেটিএম ইলেকট্রিক বাইকের প্রথম ছবি ফাঁস, চোখ সরানো দায়

শীঘ্রই বাজারে আসছে KTM-এর প্রথম বৈদ্যুতিক বাইক Electric Duke। সম্প্রতি ব্র্যান্ডের স্টান্ট রাইডার রোক বাগ্রোস ইনস্টাগ্রামে এই বাইকের ভিডিও শেয়ার করেছে। যদিও ভিডিওটি খুবই ছোট, তবে এটি যে আক্রমণাত্মক ও আধুনিক ডিজাইন সহ আসবে তা নিশ্চিত হওয়া গেছে। KTM এর জনপ্রিয় 390 Duke বাইকের ডিজাইন থেকে অনুপ্রেরণা নিলেও ইলেকট্রিক ডিউক আরও বোল্ড স্টাইল অফার করবে।
KTM Electric Duke সম্পর্কে কি কি জানা গেছে
কেটিএম ইলেকট্রিক ডিউক ইলেকট্রিক বাইকে ১০ কিলোওয়াট ক্ষমতার মোটর এবং ৫.৫ কিলোওয়াট-আওয়ার ব্যাটারি দেওয়া হতে পারে বলে অনুমান করা হচ্ছে। কারণ KTM আগেই তাদের ইলেকট্রিক বাইকের মোটর ও ব্যাটারি পাওয়ার সম্পর্কে ইঙ্গিত দিয়েছিল। যদিও এই বাইকের সর্বোচ্চ গতি এবং রেঞ্জ এখনও জানা যায়নি। আমাদের ধারণা কেটিএম তাদের ইলেকট্রিক ডিউকের ক্ষেত্রে প্রধানত পারফরম্যান্স ও চালানোর আনন্দের দিকে ফোকাস করবে।
ইনস্টাগ্রামে শেয়ার করা ভিডিওতে দেখা গেছে, এই বাইকে একটি চার্জিং কেবল থাকবে, যা ব্যবহারকারীদের যেকোনো জায়গায় চার্জ করার সুবিধা দেবে। তবে ভিডিওতে যেহেতু প্রোটোটাইপ মডেল দেখা গেছে, তাই এই চার্জিং সুবিধাটি আসল মডেলে থাকবে কিনা তা এখনও নিশ্চিত নয়। ইলেকট্রিক ডিউকের ফিচারের মধ্যে থাকবে সম্পূর্ণরূপে সামঞ্জস্যযোগ্য সামনের সাসপেনশন, কমপ্যাক্ট কালার TFT ডিসপ্লে এবং ডিস্ক ব্রেক।
আশা করা হচ্ছে KTM খুব তাড়াতাড়ি Electric Duke মডেল লঞ্চ করবে। যদিও বর্তমানে KTM এর আর্থিক অবস্থা ভালো নয়, তবে ইতিমধ্যেই তারা ভারতীয় সংস্থা বাজাজ এর থেকে আর্থিক সাহায্য পেয়েছে। ফলে এই অর্থ কাজে লাগিয়ে KTM চাইবে দ্রুত নতুন ইলেকট্রিক বাইক বাজারে এনে নিজেদের অবস্থান শক্তপোক্ত করতে।