ইতালির সংস্থা ল্যাম্বরগিনি (Lamborghini)-র গাড়ি বিশ্বজুড়ে জনপ্রিয়। তাদের হাই-পারফরম্যান্স স্পোর্টস কার বা অন্যান্য গাড়ির দাম সাধারণত কয়েক কোটি পর্যন্ত চলে যায়, সেখানে দাঁড়িয়ে ভারতীয় মুদ্রায় মাত্র ৪.৩ লাখে নতুন চার চাকা আনল ল্যাম্বরগানি। ভাবছেন এতো কম দামে কীভাবে? আসলে যে চার চাকাটির কথা বলা হচ্ছে সেটি আদতে কোনও গাড়ি নয়, বরং একটি বিলাসবহুল বেবি স্ট্রলার। শিশুদের নিয়ে যাওয়ার জন্য যা ব্যবহার করা হয়।
এটির নাম Reef Al Arancio। বানিয়েছে ল্যাম্বরগিনি এবং ব্রিটিশ বিলাসবহুল ব্র্যান্ড সিলভার ক্রস। এই স্ট্রলারের মাত্র ৫০০টি ইউনিট বাজারে ছেড়েছে সংস্থাটি। অতএব বলার অপেক্ষা রাখে না, যে এটি বর্তমানে বিশ্বের অন্যতম বিরল তথা বিলাসবহুল একটি বেবি স্ট্রলার, যার দাম রাখা হয়েছে ৪.৩ লাখ টাকা। সুপারকার থেকে অনুপ্রাণিত হয়ে এর নকশা বর্ণনা করেছে সংস্থা। রয়েছে এমন সব বৈশিষ্ট্য যা সাধারণ বেবি স্ট্রলারে পাওয়া যাবে না।
অটোমোবিলি ল্যাম্বরগিনির সিগনেচার বৈশিষ্ট্য কমলা রঙের ঝলকানি রয়েছে এই বিলাসবহুল স্ট্রলারটির, ইতালীয়ান চামড়া দিয়ে তৈরি উচ্চ-কার্যক্ষমতাসম্পন্ন সুয়েডে। এছাড়াও, স্ট্রলারটিতে একটি ক্যারিকট, পুশচেয়ার সিট, ফুটমাফ, কার সিট অ্যাডাপ্টার, ও দুটি রেইন কভার-সহ বিভিন্ন ধরণের আনুষাঙ্গিক রয়েছে। অভিভাবকরা যাতে যে কোনও পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে পারেন তা নিশ্চিত করা হয়েছে।
জানা গিয়েছে, এই বিলাসবহুল স্ট্রলার অনলাইনে এবং যুক্তরাজ্যের দোকানগুলি থেকে কেনা যাবে। উক্ত বৈশিষ্ট্য ছাড়াও ল্যাম্বরগিনির ব্যাজিংয়ে ইতালীয় কোম্পানির স্ক্রিপ্ট ওয়ার্ডমার্ক ব্যবহার করা হয়েছে এতে, এবং এর বুল-এন্ড-শিল্ড লোগোটি পুরো স্ট্রলার জুড়ে অন্তর্ভুক্ত। সিলভার ক্রস জানিয়েছে, “স্ট্রলার জটিলতা এবং দিকনির্দেশনা প্রতিফলিত করার জন্য তৈরি পণ্যটি ডিজাইন করা হয়েছে।”
সিলভার ক্রসের ডিজাইন ডিরেক্টর ফিল টেলরের মতে, “অটোমোবিলি ল্যাম্বরগিনির ব্র্যান্ডের সাহসী, অপ্রত্যাশিত এবং খাঁটি স্তম্ভগুলি থেকে এর নকশা অনুপ্রাণিত। সিলভার ক্রস দলের ব্যতিক্রমী কারুশিল্প এবং উদ্ভাবনকে প্রদর্শন করে, যা নকশা প্রক্রিয়ার প্রতিটি দিকের বিশদ বিবরণ এবং শ্রেষ্ঠত্বের প্রতি আমাদের মনোযোগ তুলে ধরে।”
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.