অটোকার

এক বার চার্জ দিলে 200 কিমি পার, বাজার কাঁপাতে আসছে দুর্ধর্ষ ইলেকট্রিক স্কুটার

Published on:

lml-star-electric-scooter-to-offer-203-km-range-gets-cmvr-certification

ভারতের টু-হুইলার মার্কেটে অন্যতম পরিচিত নাম LML খুব শীঘ্রই তাদের প্রথম ইলেকট্রিক স্কুটার নিয়ে হাজির হতে চলেছে। লঞ্চের দিনক্ষণ ঘোষণা না হলেও সংস্থাটি এই বছরেই Star নামে একটি হাই-টেক বৈদ্যুতিক স্কুটি বাজারে আনবে বলে জানা গিয়েছে। গত বছরেই এটির ডিজাইন পেটেন্ট করেছিল এলএমএল। এবার LML Star সরকারের CMVR (সেন্ট্রাল মোটর ভেহিকেল রুলস) সার্টিফিকেশন পেয়েছে।

LML Star ইলেকট্রিক স্কুটার এই বছর লঞ্চ হবে

ওই শংসাপত্রটি নিশ্চিত করে যে এলএমএল স্টার ভারতের কঠোর গুণমান এবং সুরক্ষা মানগুলি পূরণ করবে। আকর্ষণীয় ডিজাইন ছাড়াও, মডেলটির বড় আকর্ষণ হবে রেঞ্জ। এটি ফুল ছার্জে 203 কিলোমিটার ছুটতে পারবে বলে জানা গিয়েছে। পিক পাওয়ার আউটপুট হবে 5.87 কিলোওয়াট। প্রতি ঘন্টায় সর্বাধিক 90 কিলোমিটার গতিতে ছুটতে পারবে।

WhatsApp Community Join Now

পারফরম্যান্সের সাথে আপস না করে, পেট্রোল-চালিত টু-হুইলারগুলির পরিবেশ-বান্ধব বিকল্প খুঁজছেন, এমন ক্রেতাদের কাছে স্কুটারটি উপযুক্ত বিকল্প হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে। এলএমএল কোম্পানির চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) যোগেশ ভাটিয়া বলেছেন, “অ্যাডভান্সড ফিচার্স, প্রিমিয়াম ডিজাইন এবং টপ-টায়ার পারফরম্যান্স সহ, LML Star ভারতের ইলেকট্রিক মোবিলিটির জগতকে নতুন করে সংজ্ঞায়িত করতে প্রস্তুত।”

LML Star ইলেকট্রিক স্কুটার ফিচার্স

এলএমএল স্টারে স্লিক ডিজাইন, ডুয়াল-টোন বডি, 14 ইঞ্চি চাকা এবং ডিজিটাল ডিসপ্লে রয়েছে যা আধুনিক ও প্রিমিয়াম লুক এনেছে। স্কুটারটিতে রিমুভেবল ব্যাটারিও রয়েছে, যা চার্জ দেওয়া সুবিধাজনক করে তুলবে। নিরাপত্তার জন্য, এই স্কুটারে টায়ার প্রেসার মনিটরিং, হিল হোল্ড অ্যাসিস্ট, রিভার্স মোড এবং ABS-এর মতো বৈশিষ্ট্য পাওয়া যাবে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন