Mahindra গত বছরের নভেম্বরে BE 6 ইলেকট্রিক SUV লঞ্চ করেছিল। গাড়িটি তিনটি ভ্যারিয়েন্টে এসেছিল – প্যাক ওয়ান, প্যাক টু এবং প্যাক থ্রি। বেস মডেলের প্রারম্ভিক মূল্য 18.9 লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু হয়েছিল। আর আজ 79 কিলোওয়াট আওয়ার ব্যাটারি যুক্ত প্যাক থ্রি ট্রিমের দাম ঘোষণা করেছে সংস্থা। গাড়িটির এই সবচেয়ে অত্যাধুনিক ভ্যারিয়েন্ট কিনতে খরচ হবে 26.90 লক্ষ টাকা (এক্স-শোরুম)।
BE 6-এর বেস মডেলে 59 কিলোওয়াট আওয়ার ব্যাটারি রয়েছে। প্যাক থ্রি ভ্যারিয়েন্টে সবথেকে শক্তিশালী ব্যাটারি উপলব্ধ। এটি ফুল চার্জে 682 কিলোমিটার ছুটতে সক্ষম। গাড়িটি ডুয়াল বৈদ্যুতিক মোটর দ্বারা চালিত। যার ক্ষমতা 277 বিএইচপি এবং 380 এনএম টর্ক। মাহিন্দ্রার দাবি, BE6 মাত্র 6.7 সেকেন্ডে 0-100 কিলোমিটার গতি তুলতে পারবে।
এই ইলেকট্রিক SUV-এর সঙ্গে 11.2 কিলোওয়াট অথবা 7.3 কিলোওয়াট AC চার্জার অফার করছে কোম্পানি। প্রথমটি 79 কিলোওয়াট আওয়ার ব্যাটারি 0-100% চার্জ করতে 8 ঘন্টা সময় নেয়, যেখানে 7.3 কিলোওয়াট চার্জার ব্যবহার করলে 11.7 ঘন্টা সময় লাগে। আবার একটি 175 কিলোওয়াট ডিসি ফাস্ট চার্জার মাত্র 20 মিনিটে 20-80% পর্যন্ত ব্যাটারি চার্জ করতে পারে।
Mahindra BE 6-এর বিশেষ ফিচার্সের মধ্যে রয়ছে ডুয়াল 10.25 ইঞ্চি ডিজিটাল ডিসপ্লে (ড্রাইভার ডিসপ্লে এবং ইনফোটেইনমেন্টের জন্য), মাল্টি-জোন এসি, ওয়্যারলেস ফোন চার্জার, অ্যাম্বিয়েন্ট লাইটিং প্যাটার্ন, প্যানোরামিক সানরুফ, অগমেন্টেড রিয়েলিটি ভিত্তিক হেড-আপ ডিসপ্লে, প্রভৃতি।
সুরক্ষার দিক থেকে গাড়িতে মিলবে সাতটি এয়ারব্যাগ, ইলেকট্রনিক পার্কিং ব্রেক, পার্ক অ্যাসিস্ট, 360 ডিগ্রি ক্যামেরা এবং লেভেল টু ADAS (অ্যাডভ্যান্সড ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম) সুটের অধীনে বিভিন্ন বৈশিষ্ট্য। গাড়ির কালার অপশন আটটি – এভারেস্ট হোয়াইট, ফায়ারস্টর্ম অরেঞ্জ, স্টিলথ ব্ল্যাক, ট্যাঙ্গো রেড, ডিপ ফরেস্ট, ডেজার্ট মিস্ট, ডেজার্ট মিস্ট স্যাটিন এবং এভারেস্ট হোয়াইট স্যাটিন।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.