অটোকার

এক দিনেই 8,472 কোটি টাকার বুকিং পেয়ে রেকর্ড গড়ল Mahindra-র ইলেকট্রিক গাড়ি!

Published on:

mahindra-be-6-xev-9e-get-30179-bookings-worth-rs-8472-crore

গত কয়েক বছর ধরে বাজারে একের পর এক নতুন SUV এনেছে মাহিন্দ্রা (Mahindra)। বুকিং শুরুর প্রথম দিনেই এসইউভিগুলি বিপুল সাড়া ফেলেছে। তা সেটি Scorpio N ও XUV 3XO হোক বা Thar Roxx। সেই ট্রেন্ড এবার BE 6 এবং XEV 9e-এর ক্ষেত্রেও অব্যাহত থাকল। গতকাল সকাল ৯টায় ইলেকট্রিক গাড়ি দুটির বুকিং শুরু হয়েছে। মাহিন্দ্রার দাবি, প্রথম দিনেই দুই ইভি মোট ৩০,১৭৯টি বুকিং পেয়েছে। এক্স-শোরুম মূল্যে তাদের সম্মিলিত বুকিংয়ের অঙ্ক প্রায় ৮,৪৭২ কোটি টাকা।

Mahindra BE 6 এবং XEV 9e যথাক্রমে ৪৪% এবং ৫৬% বুক হয়েছে। ৭৯ কিলোওয়াট আওয়ার ব্যাটারি সহ টপ-এন্ড প্যাক থ্রি ট্রিমটি সবথেকে বেশি বুক হয়েছে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, ২০২২ সালে লঞ্চ হওয়া Scorpio-N বুকিং শুরুর ৩০ মিনিটের মধ্যে ১ লক্ষের বেশি অর্ডার পেয়েছিল। যেখানে 3XO গত বছর ৬০ মিনিটের মধ্যে ৫০ হাজারের বেশি বুকিং পেয়েছে।

তবে সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে থারের ফাইভ ডোর সংস্করণ, Thar Roxx। গত বছর ১ ঘন্টায় ১,৭৬,২১৮ ইউনিট বুক হয়েছিল এই গাড়ি। EV স্পেসিফিক INGLO প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি BE 6 ও XEV 9e। এতে দুটি ব্যাটারি প্যাক অপশন রয়েছে — ৫৯ কিলোওয়াট আওয়ার এবং ৭৯ কিলোওয়াট আওয়ার। আবার মোটরের বিকল্পও দুটি — ১৭০ কিলোওয়াট ও ২১০ কিলোওয়াট।

১৭০ কিলোওয়াট মোটরটি ৫৯ কিলোওয়াট আওয়ার ব্যাটারির সঙ্গে যুক্ত, যেখানে ২১০ কিলোওয়াট মোটর ৭৯ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাকে ব্যবহার করা হয়েছে। BE 6 গাড়িটির দাম ১৮.৯০ লক্ষ টাকা থেকে শুরু হয়ে ২৬.৯০ লক্ষ টাকা পর্যন্ত গিয়েছে। অন্যদিকে, XEV 9e কিনতে খরচ হবে ২১.৯০ লক্ষ টাকা থেকে ৩০.৫০ লক্ষ টাকা। মনে রাখবেন, এগুলি এক্স-শোরুম প্রাইস।