Mahindra তাদের বিপুল জনপ্রিয় গাড়ি Scorpio N এর Carbon Edition লঞ্চের ঘোষণা করল। এই নতুন সংস্করণটির দাম ১৯.১৯ লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু হচ্ছে। এটি Z8 এবং Z8 L ট্রিম লেভেলের উপর ভিত্তি করে তৈরি। এবং কার্বন এডিশন স্করপিও এন-এর ২ লক্ষ বিক্রির মাইলফলক অতিক্রমের কৃতিত্বকে উদযাপন করে। গাড়িটির ভেতরে ও বাইরে ব্ল্যাকড আউট কসমেটিক এলিমেন্ট ব্যবহার করা হয়েছে। স্ট্যান্ডার্ড Z8 ও Z8 L ভেরিয়েন্টের তুলনায় কার্বন এডিশনের দাম মাত্র ২০,০০০ টাকা বেশি।
Mahindra Scorpio N Carbon এডিশনে বিশেষ কী আছে
মাহিন্দ্রা স্করপিও এন কার্বন এডিশনে মেটালিক ব্ল্যাক পেইন্ট ফিনিশের সাথে গ্রিল এবং উইন্ডো লাইনে গাঢ় ক্রোম এলিমেন্ট, কালো অ্যালয় হুইল এবং ডার্ক গ্যালভানো-ফিনিশড রুফ রেল রয়েছে। যেমন বাইরের অংশ কালো রঙের, তেমনই ভেতরের অংশটি সম্পূর্ণ কালো কেবিনে শোভিত, যেখানে কনট্রাস্ট স্টিচিং এবং গাঢ় ক্রোম অ্যাকসেন্ট সহ লেদারেট আপহোলস্ট্রি দেখা যায়।
ইঞ্জিন স্পেসিফিকেশন
স্করপিও এন কার্বন এডিশন ২.০ লিটার টার্বো-পেট্রোল এবং ২.২-লিটার ডিজেল ইঞ্জিন উভয় পাওয়ারট্রেন অপশনে সরবরাহ করা হচ্ছে। সাথে ম্যানুয়াল এবং অটোনেটিক গিয়ারবক্স বিকল্প থাকছে। আবার ডিজেল ইঞ্জিনে ফোর-হুইল ড্রাইভের অপশন মিলবে। টার্বো পেট্রল ইঞ্জিনটি ২০০ হর্সপাওয়ার ও ৩৭০ নিউটন মিটার টর্ক উৎপাদনে সক্ষম। অটোমেটিকে ভার্সনের টর্ক আউটপুট ৩৮০ এনএম। অন্যদিকে, ডিজেল ইঞ্জিন থেকে ১৭২ বিএইচপি ও ৩৭০ এনএম টর্ক তৈরি হয় (অটোমেটিকে ৪০০ এনএম)।
ফিচার্স
স্করপিও এন কার্বন সংস্করণের অন্যান্য বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে – একটি ৭ ইঞ্চি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, একটি ৮ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, ওয়্যারলেস চার্জিং সিস্টেম, অটো-ডিমিং আইআরভিএম, ডুয়াল-জোন ক্লাইমেট কন্ট্রোল, ভেন্টিলেটেড ফ্রন্ট সিট, ১২-স্পিকার সনি অডিও সিস্টেম এবং আরও অনেক কিছু।
সেফটি
স্ট্যান্ডার্ড মডেলের মতোই এই এডিশনে নিরাপত্তা ও সুরক্ষা ফিচার্স পাওয়া যাবে। যার মধ্যে টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম, ড্রাইভার ড্রাউসিনেস ডিটেকশন, ISOFIX চাইল্ড সিট অ্যাঙ্কোরেজ, রিয়ার পার্কিং ক্যামেরা, ইলেকট্রনিক স্ট্যাবিলিটি কন্ট্রোল, হিল হোল্ড, হিল ডিসেন্ট কন্ট্রোল, ফ্রন্ট এবং রিয়ার পার্কিং সেন্সর উল্লেখযোগ্য।