অটোকার

16 বছর ধরে ভারতীয়দের ফেভারিট! বছরের বিদায়লগ্নে বিরাট নজির গড়ল মারুতির গাড়ি

Published on:

Maruti dzire crosses 3 million production milestone

2008 সালে প্রথম গাড়িটি লঞ্চ করেছিল Maruti Suzuki। দেশের বাজারে সস্তা এবং জ্বালানি দক্ষ গাড়ি হিসাবে পরিচিত Dzire। এবার গাড়ির 30 লাখ উৎপাদনের মাইলস্টোন স্পর্শ করল সংস্থা। বাজারে আসার প্রায় 16 বছর পর এই মাইলফলক ছুঁয়েছে মারুতি। গাড়িটি SUV ও নয়, আবার পুরোপুরি সেডান নয়। কম্প্যাক্ট গাড়ি হিসাবে বেশ জনপ্রিয় এই মডেল।

টপ সেলিং কার ক্লাবে ইতিমধ্যে জায়গায় করে নিয়েছে এই চার চাকা। সম্প্রতি গাড়ির নতুন ভ্যারিয়েন্টও লঞ্চ করেছে মারুতি। 30 লাখ উৎপাদনের মাইলফলক স্পর্শ করে উচ্ছ্বসিত কোম্পানি। যখন এটি প্রথম বাজারে লঞ্চ হয়েছিল, তখন এই গাড়িতে ছিল আমেরিকার সংস্থা Fiat- এর তৈরি 1.3 লিটার পেট্রল এবং 1.3 লিটার ডিজেল ইঞ্জিন।

WhatsApp Community Join Now

এতে তখন পাওয়া যেত 5 স্পিড গিয়ারবক্স, স্টিরিও সিস্টেম, দুটি এয়ারব্যাগ এবং স্টিয়ারিং মাউন্টেড অডিয়ো কন্ট্রোল। গাড়িটির 10 লাখ উৎপাদন অতিক্রম করে 2015 সালের এপ্রিলে। 20 লাখে পৌঁছতে সময় লাগে প্রায় 4 বছর। আর 30 লাখ পেরোতে সময় লাগে 5 বছরের বেশি সময়।

Maruti Suzuki Dzire গাড়ির বৈশিষ্ট্য ও দাম

সময়ের সঙ্গে এই গাড়িতে একাধিক বৈশিষ্ট্য বদল হয়েছে। বর্তমানে যে ভ্যারিয়েন্ট বিক্রি হয় তাতে রয়েছে 1.2 লিটার Z সিরিজ পেট্রল ইঞ্জিন। সম্প্রতি গাড়িটি Global NCAP ক্র্যাশ টেস্টে 5 স্টার সেফটি রেটিং অর্জন করেছে। মারুতির প্রথম গাড়ি হিসাবে এই সাফল্য অর্জন করেছে ডিজায়ার। এই মুহূর্তে বাজারে দাম 6.79 লাখ টাকা থেকে 8.74 লাখ টাকা (এক্স-শোরুম)। গাড়ির মাইলেজ 24.79 কিমি প্রতি লিটার থেকে 25.71 কিমি প্রতি লিটার।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন