অটোকার

এক চার্জেই দীঘা ঘুরে রিটার্ন! টাটা-হুন্ডাইকে চাপে ফেলল মারুতির প্রথম বৈদ্যুতিক গাড়ি

Updated on:

Maruti Suzuki e Vitara Electric SUV

Maruti Suzuki ভারতে তার প্রথম ইলেকট্রিক গাড়ি হাজির করল। ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো-র মঞ্চে প্রকাশ হল e Vitara। টয়োটার সঙ্গে যৌথ উদ্যোগে এই গাড়ি তৈরি করেছে মারুতি সুজুকি। এতে দু’রকম ব্যাটারির বিকল্প পাওয়া যাবে – ৪৯ কিলোওয়াট আওয়ার এবং ৬১ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক।

আজ শুরু হয়েছে Bharat Mobility Global Expo 2025। আর সেখানেই ইলেকট্রিক Vitara উন্মোচন করল মারুতি। এটি ভারতে ইন্দো-জাপানি সংস্থাটির প্রথম ইলেকট্রিক গাড়ি। অপেক্ষার অবসান ঘটিয়ে ভিটারা ইলেকট্রিকের পর্দা ফাঁস করল কোম্পানি। এই গাড়িকে একাধিক মডেলকে চ্যালেঞ্জ জানাবে। যার মধ্যে রয়েছে Tata Nexon, Hyundai Creta ইলেকট্রিক, MG ZS EV, Mahindra BE6 ইত্যাদি।

WhatsApp Community Join Now

Maruti e Vitara গাড়ির রেঞ্জ ও ব্যাটারি

টয়োটার সঙ্গে যৌথ উদ্যোগে এই গাড়ি হাজির করেছে মারুতি সুজুকি। এতে দু’রকম ব্যাটারির বিকল্প পাওয়া যাবে – ৪৯ কিলোওয়াট আওয়ার এবং ৬১ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক। এই গাড়ি যথাক্রমে ১৪৩ ও ১৭৩ হর্সপাওয়ার শক্তি এবং ১৯২.৫ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম। গাড়ির যে উচ্চ ব্যাটারি প্যাক রয়েছে, তা ফুল চার্জে ৫০০ কিলোমিটার রেঞ্জ দেবে। অন্য ব্যাটারি প্যাকের রেঞ্জ এখনও জানা যায়নি।

মারুতির বড় পরিকল্পনা

মারুতি সুজুকি একটি নতুন ‘ই ফর মি’ প্রোগ্রাম ঘোষণা করেছে। যার অধীনে এটি শীর্ষ ১০০টি শহরের ডিলারশিপে ফাস্ট চার্জার, একটি ডেডিকেটেড চার্জিং অ্যাপ এবং ১,০০০টিরও বেশি শহরে ১,৫০০টিরও বেশি ইভি-নির্দিষ্ট পরিষেবা কেন্দ্র স্থাপন করবে।

Maruti e Vitara গাড়ির ফিচার্স

ই ভিটারার ড্যাশবোর্ড লেআউট, ভারতে বিক্রি হওয়া অন্যান্য মারুতি গাড়ির থেকে আলাদা। রয়েছে ইনফোটেইনমেন্ট এবং ইন্সট্রুমেন্টেশন কনসোলের জন্য একটি ১০.২৫ ইঞ্চি স্ক্রিন এবং একটি ১০.১ ইঞ্চি ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, টু-স্পোক ফ্ল্যাট-বটম স্টিয়ারিং হুইল, এসি ভেন্ট, অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল, অটো হোল্ড সহ- ইলেকট্রনিক পার্কিং ব্রেক, তিনটি ড্রাইভ মোড (ইকো, নরমাল এবং স্পোর্ট), ওয়্যারলেস ফোন চার্জার, ওয়্যারলেস অ্যাপল কারপ্লে এবং অ্যান্ড্রয়েড অটো, ভেন্টিলেটেড ফ্রন্ট সিট, ১০-ওয়ে পাওয়ার অ্যাডজাস্টেবল ড্রাইভারের সিট, রিক্লাইনিং এবং স্প্লিট (৬০:৪০) রিয়ার সিট, ৭টি এয়ারব্যাগ এবং লেভেল-টু ADAS।

Maruti e Vitara গাড়ির দাম

মার্চ মাসে মারুতি ই ভিটারার দাম প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে। গাড়িটি সুজুকির গুজরাট প্ল্যান্টে উৎপাদন করা হবে, যার ৫০ শতাংশ উৎপাদন জাপান এবং ইউরোপে রপ্তানির জন্য নির্ধারিত। এটি মাহিন্দ্রা বিই ৬ (১৮.৯০ লক্ষ-২৬.৯০ লক্ষ টাকা), টাটা কার্ভ ইভি (১৭.৪৯ লক্ষ-২১.৯৯ লক্ষ টাকা) এবং এমজি জেডএস ইভি (১৮.৯৮ লক্ষ-২৫.৭৫ লক্ষ টাকা) এর সাথে প্রতিযোগিতা করবে বাজারে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন