Categories: অটোকার

এক চার্জেই দীঘা ঘুরে রিটার্ন! টাটা-হুন্ডাইকে চাপে ফেলল মারুতির প্রথম বৈদ্যুতিক গাড়ি

Maruti Suzuki ভারতে তার প্রথম ইলেকট্রিক গাড়ি হাজির করল। ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো-র মঞ্চে প্রকাশ হল e Vitara। টয়োটার সঙ্গে যৌথ উদ্যোগে এই গাড়ি তৈরি করেছে মারুতি সুজুকি। এতে দু’রকম ব্যাটারির বিকল্প পাওয়া যাবে – ৪৯ কিলোওয়াট আওয়ার এবং ৬১ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক।

আজ শুরু হয়েছে Bharat Mobility Global Expo 2025। আর সেখানেই ইলেকট্রিক Vitara উন্মোচন করল মারুতি। এটি ভারতে ইন্দো-জাপানি সংস্থাটির প্রথম ইলেকট্রিক গাড়ি। অপেক্ষার অবসান ঘটিয়ে ভিটারা ইলেকট্রিকের পর্দা ফাঁস করল কোম্পানি। এই গাড়িকে একাধিক মডেলকে চ্যালেঞ্জ জানাবে। যার মধ্যে রয়েছে Tata Nexon, Hyundai Creta ইলেকট্রিক, MG ZS EV, Mahindra BE6 ইত্যাদি।

Maruti e Vitara গাড়ির রেঞ্জ ও ব্যাটারি

টয়োটার সঙ্গে যৌথ উদ্যোগে এই গাড়ি হাজির করেছে মারুতি সুজুকি। এতে দু’রকম ব্যাটারির বিকল্প পাওয়া যাবে – ৪৯ কিলোওয়াট আওয়ার এবং ৬১ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক। এই গাড়ি যথাক্রমে ১৪৩ ও ১৭৩ হর্সপাওয়ার শক্তি এবং ১৯২.৫ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম। গাড়ির যে উচ্চ ব্যাটারি প্যাক রয়েছে, তা ফুল চার্জে ৫০০ কিলোমিটার রেঞ্জ দেবে। অন্য ব্যাটারি প্যাকের রেঞ্জ এখনও জানা যায়নি।

মারুতির বড় পরিকল্পনা

মারুতি সুজুকি একটি নতুন ‘ই ফর মি’ প্রোগ্রাম ঘোষণা করেছে। যার অধীনে এটি শীর্ষ ১০০টি শহরের ডিলারশিপে ফাস্ট চার্জার, একটি ডেডিকেটেড চার্জিং অ্যাপ এবং ১,০০০টিরও বেশি শহরে ১,৫০০টিরও বেশি ইভি-নির্দিষ্ট পরিষেবা কেন্দ্র স্থাপন করবে।

Maruti e Vitara গাড়ির ফিচার্স

ই ভিটারার ড্যাশবোর্ড লেআউট, ভারতে বিক্রি হওয়া অন্যান্য মারুতি গাড়ির থেকে আলাদা। রয়েছে ইনফোটেইনমেন্ট এবং ইন্সট্রুমেন্টেশন কনসোলের জন্য একটি ১০.২৫ ইঞ্চি স্ক্রিন এবং একটি ১০.১ ইঞ্চি ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, টু-স্পোক ফ্ল্যাট-বটম স্টিয়ারিং হুইল, এসি ভেন্ট, অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল, অটো হোল্ড সহ- ইলেকট্রনিক পার্কিং ব্রেক, তিনটি ড্রাইভ মোড (ইকো, নরমাল এবং স্পোর্ট), ওয়্যারলেস ফোন চার্জার, ওয়্যারলেস অ্যাপল কারপ্লে এবং অ্যান্ড্রয়েড অটো, ভেন্টিলেটেড ফ্রন্ট সিট, ১০-ওয়ে পাওয়ার অ্যাডজাস্টেবল ড্রাইভারের সিট, রিক্লাইনিং এবং স্প্লিট (৬০:৪০) রিয়ার সিট, ৭টি এয়ারব্যাগ এবং লেভেল-টু ADAS।

Maruti e Vitara গাড়ির দাম

মার্চ মাসে মারুতি ই ভিটারার দাম প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে। গাড়িটি সুজুকির গুজরাট প্ল্যান্টে উৎপাদন করা হবে, যার ৫০ শতাংশ উৎপাদন জাপান এবং ইউরোপে রপ্তানির জন্য নির্ধারিত। এটি মাহিন্দ্রা বিই ৬ (১৮.৯০ লক্ষ-২৬.৯০ লক্ষ টাকা), টাটা কার্ভ ইভি (১৭.৪৯ লক্ষ-২১.৯৯ লক্ষ টাকা) এবং এমজি জেডএস ইভি (১৮.৯৮ লক্ষ-২৫.৭৫ লক্ষ টাকা) এর সাথে প্রতিযোগিতা করবে বাজারে।

Suvrodeep Chakraborty

একটি প্রথম সারির বাংলা পোর্টালে কনটেন্ট লেখক হিসাবে কর্মজীবন শুরু শুভ্রদীপের। পরবর্তীতে এই সময় ডিজিটালে প্রযুক্তি ও অটোমোবাইল সম্পর্কিত প্রতিবেদন চুটিয়ে লিখেছেন। Tech Gup এও নিজের সুন্দর লেখনির মাধ্যমের পাঠকদের মন জয়ে প্রস্তুত তিনি।

Recent Posts

BSNL, Jio ও Airtel এর সেরা কলিং ও ডেটা প্ল্যান, 180 দিনের ভ্যালিডিটি সহ রয়েছে দুর্দান্ত সুবিধা

অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…

15 hours ago

iQOO 15 ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ সহ ভারতে আসছে, লঞ্চের তারিখ ঘোষণা করা হল

অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…

15 hours ago

মাত্র 6799 টাকায় Samsung Galaxy M07 স্মার্টফোন, রয়েছে দারুণ ক্যামেরা ও 90Hz ডিসপ্লে

উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…

15 hours ago

300 টাকার কমে Airtel এর সেরা সাত রিচার্জ প্ল্যান, আনলিমিটেড কল সহ ডেটা ও অনেক কিছু

Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…

1 day ago

OnePlus 15 আগামীকাল লঞ্চ হচ্ছে, তিনটি 50 মেগাপিক্সেল ক্যামেরা সহ আর কি থাকবে

OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…

1 day ago

Lava Shark 2 মাত্র 6799 টাকায় 50 মেগাপিক্সেল ক্যামেরা ও 5000mAh ব্যাটারি সহ ভারতে লঞ্চ হল

Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…

2 days ago

This website uses cookies.