অর্ধেক দামে এক বছরের রিচার্জ, Jio- র এই প্ল্যান অনেক সস্তা

Reliance Jio সম্প্রতি ভয়েস অনলি প্রিপেড প্ল্যান লঞ্চ করেছে এবং এই প্ল্যানগুলি সস্তায় লম্বা ভ্যালিডিটি সহ আনলিমিটেড কলিংয়ের সুবিধা দেয়। টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (ট্রাই) এর পক্ষ থেকে, সংস্থাগুলিকে কেবল ভয়েস এবং এসএমএস সুবিধা সহ প্ল্যান আনতে বলার পর জিও মোট দুটি এই ধরনের রিচার্জ প্ল্যান বাজারে এনেছে। এই প্ল্যানগুলিতে কোনো ডেটা সুবিধা পাওয়া যাবে না।

অর্থাৎ যেসব গ্রাহক ফিচার ফোন ব্যবহার করেন এবং যাদের ডেটা প্রয়োজন নেই, তারা নতুন প্ল্যানগুলি বিশেষ ভাবে উপকৃত হবে। এছাড়া যারা ইন্টারনেটের জন্য ওয়াইফাই বা অন্যান্য সিম কার্ডের সাহায্য নেন তাদের জন্যেও প্ল্যানগুলি আদর্শ। এতদিন পর্যন্ত এমন কোনও রিচার্জ প্ল্যান উপলব্ধ ছিল না যেখানে ডেটা পাওয়া যায় না।

রিলায়েন্স জিও-র বার্ষিক ভয়েস-অনলি প্ল্যানের দাম ১,৭৪৮ টাকা, যার ভ্যালিডিটি ৩৩৬ দিন। এটি রিচার্জ করলে ব্যবহারকারীরা সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিংয়ের সুবিধা পাবেন। এছাড়াও পুরো ভ্যালিডিটি জুড়ে মোট ৩৬০০ এসএমএস দেওয়া হবে। এছাড়াও জিও টিভি, জিও ক্লাউড এবং জিও সিনেমার সাবস্ক্রিপশন মিলবে।

তবে আপনি জানেন কি, Jio তাদের জিওফোন ব্যবহারকারীদের প্রায় অর্ধেক দামে ৩৩৬ দিনের প্ল্যান অফার করে। তবে স্মার্টফোন ব্যবহারকারীরা এই প্ল্যান রিচার্জ করতে পারবেন না। সস্তায় সিম সচল রাখতে ৩৩৬ দিনের এই প্ল্যানটি দুর্দান্ত।

জিও-র ৮৯৫ টাকার জিওফোন রিচার্জ প্ল্যান

জিওফোন গ্রাহকরা আগের প্ল্যানের তুলনায় প্রায় অর্ধেক দামে ৩৩৬ দিনের ভ্যালিডিটি পাবেন। এখানে সব নেটওয়ার্কেই আনলিমিটেড কলিংয়ের সুবিধা আছে। আবার প্রতি ২৮ দিন অন্তর ২ জিবি ডেটা এবং ৫০টি এসএমএস দেওয়া হচ্ছে। অর্থাৎ মোট ২৪ জিবি ডেটা এবং ৬০০টি এসএমএস উপভোগ করা যাবে। এই প্ল্যানে জিও অ্যাপের (জিও টিভি, জিও সিনেমা এবং জিও ক্লাউড) ফ্রি সাবস্ক্রিপশন রয়েছে।