অটোকার

নতুন বছরের শুরুতেই দাম বাড়ল ইলেকট্রিক গাড়ির, অতিরিক্ত কত খরচ হবে দেখে নিন

Published on:

mg windsor ev prices increased by rs 50 000 check new pricing here

বর্তমানে ভারতের বেস্ট সেলিং প্যাসেঞ্জার ইলেকট্রিক ভেহিকেল Windsor EV-এর দাম 50,000 টাকা বাড়ানোর ঘোষণা করল নির্মাতা সংস্থা JSW MG Motor India। গাড়িটির প্রতিটি ভ্যারিয়েন্টেই প্রারম্ভিক মূল্য এবং বিনামূল্যে চার্জ দেওয়ার সুবিধা বন্ধ করে দিয়েছে তারা। যখন Windsor EV প্রথম লঞ্চ হয়েছিল, কোম্পানি জানিয়েছিল যে 10,000 ইউনিট ডেলিভারি না হওয়া পর্যন্ত বা 31 ডিসেম্বর, 2024 পর্যন্ত প্রারম্ভিক দাম চালু থাকবে।

MG Windsor EV ইলেকট্রিক গাড়ির দাম বাড়ল

দাম বৃদ্ধির ফলে গাড়ির বেস এক্সাইট ভ্যারিয়েন্টের জন্য দাম এখন 13.99 লক্ষ টাকা থেকে শুরু হচ্ছে। যেখানে মিড-স্পেক এক্সক্লুসিভ ট্রিম ও টপ-স্পেক এসেন্স ভ্যারিয়েন্টের নতুন দাম যথাক্রমে 14.99 লক্ষ টাকা ও 15.99 লক্ষ টাকা। উল্লেখ্য, এখানে দেওয়া সমস্ত দাম এক্স-শোরুমের।

WhatsApp Community Join Now

জানিয়ে রাখি, প্রথম দিকের ক্রেতারা এমজি ই-হাব অ্যাপ্লিকেশনের মাধ্যমে বিনা খরচে চার্জ করার সুবিধা পেতেন। নতুন ক্রেতারা অবশ্য সেই ফেসিলিটি পাবেন না। সুযোগ-সুবিধা কমালেও এমজি উইন্ডসর ইভির ব্যাটারিতে (প্রথম মালিকের জন্য) আজীবন ওয়ারেন্টি মিলবে। আর পরবর্তী মালিকরা আট বছর অথবা 1,60,000 কিলোমিটার ওয়ারেন্টি পাবেন।

MG Windsor EV ব্যাটারি, পাওয়ার, রেঞ্জ

এমজি উইন্ডসর গাড়িতে 38 কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক ব্যবহার করা হয়েছে। এটি ফুল চার্জে সর্বাধিক 332 কিলোমিটার রেঞ্জ সরবরাহ করবে। ডিসি ফাস্ট চার্জারে 55 মিনিটের মধ্যে 0-80 শতাংশ চার্জ হয়ে যাবে ।গাড়ির ব্যাটারি ও ইলেকট্রিক মোটর সর্বোচ্চ 135 হর্সপাওয়ার এবং 200 এনএম টর্ক তৈরি করতে পারে। ভারতের বাজারে টাটা কার্ভ ইভি, টাটা নেক্সন ইভি-এর সঙ্গে গাড়িটির প্রতিযোগিতা চলে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন