সম্প্রতি বাজাজ তাদের সোশ্যাল মিডিয়া চ্যানেলে একটি রহস্যময় টিজার প্রকাশ করেছে। টিজারটি ব্যাকগ্রাউন্ডে একটি রিভিং সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিনের শব্দ ছাড়া আর কিছুই সেরকম নেই। পোস্টের ক্যাপশনে লেখা, “শব্দটিই যথেষ্ট। আপনি ইতিমধ্যেই জানেন এটি কী… নাকি আপনি?” এর ইঙ্গিত হতে পারে, বাজারে নতুন বাইক প্রকাশ করতে চলেছে কোম্পানি।
বাইক-প্রেমীদের কাছে বরাবরই প্রিয় পালসার মডেল। এই মডেলের একাধিক ভ্যারিয়েন্ট রয়েছে। সূত্রের দাবি, আসন্ন বাইকটি হতে পারে RS400। যদিও নিশ্চিত এখনো কিছু জানা যায়নি। কিন্তু জল্পনা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে।
এক রিপোর্টে দাবি, NS400Z-এর উপর ভিত্তি করে নতুন Pulsar RS400 আনতে পারে বাজাজ। টিজার দেখে অনেকেই তাই মনে করছে। নতুন মডেলটি সম্ভবত NS400Z এর উপর ভিত্তি করে তৈরি হবে। যদিও নতুন বাইকটি দেখতে কেমন হবে, তা টিজার বোঝা যায়নি। আশা করা যায়, যে এটির স্টাইল পালসার RS200-এর উন্নত সংস্করণ হতে চলেছে।
নতুন Pulsar RS400 সম্ভবত 373 সিসি সিঙ্গেল-সিলিন্ডার ইঞ্জিন থাকতে পারে। Pulsar NS400Z-ভিত্তিক RS400 মোটরসাইকেলটি সম্ভবত আগের 373 সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন ব্যবহার করবে। এই ইঞ্জিনটি 39.45 হর্সপাওয়ার এবং 35 এনএম পিক টর্ক উৎপন্ন করতে সক্ষম। সঙ্গে রয়েছে 6 স্পিড গিয়ারবক্স।
বিশেষ ফিচার্সের মধ্যে থাকতে পারে সম্পূর্ণ ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, LED লাইটিং এবং ব্লুটুথ কানেক্টিভিটি। RS400 সম্ভবত NS400Z বাইকের সাথে বৈশিষ্ট্যগুলি ভাগ করতে পারে। কবে এটি লঞ্চ করা হবে তা এখনও জানায়নি কোম্পানি।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.