টোল বুথে স্বয়ংক্রিয় ভাবে টোল ট্যাক্স আদায় করার পদ্ধতি FASTag নিয়মে বড় পরিবর্তন আনল সরকার, যা লাগু হবে আজ অর্থাৎ ১৭ ফেব্রুয়ারি থেকে। দেশজুড়ে নতুন নিয়ম কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রক। এই নিয়মে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) নতুন টোল সংগ্রহের পদ্ধতি চালু করেছে।
এই নিয়মের লক্ষ্য হল, টোল পরিশোধকে সহজতর করা এবং যাত্রীদের দুর্ভোগ কমানো। তবে, এই নতুন নিয়মগুলি না মানলে ব্যবহারকারীদের দ্বিগুণ টোল ফি নেওয়া হতে পারে। গত ২৮ জানুয়ারি এনপিসিআই একটি সার্কুলার জারি করে জানিয়েছিল যে, নতুন ফাস্ট্যাগ নিয়ম ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ থেকে কার্যকর করা হবে।
ব্ল্যাকলিস্টেড ফাস্ট্যাগ : টোল লেনদেনের সময় যদি কোনও ফাস্ট্যাগ ব্ল্যাকলিস্টেড করা হয়, তাহলে লেনদেনটি প্রত্যাখ্যান করা হবে। এছাড়াও, যদি ফাস্ট্যাগ স্ক্যান করার কমপক্ষে ১০ মিনিট আগে ব্ল্যাকলিস্টেড করা হয়, তাহলেও প্রত্যাখ্যান করা হবে।
অতিরিক্ত সময় : ৭০ মিনিটের একটি অতিরিক্ত সময়সীমা চালু করা হয়েছে। এই সময় ব্যবহারকারীরা টোল বুথে পৌঁছানোর আগে তাদের FASTag স্ট্যাটাস সমাধান করতে পারবেন।
ব্ল্যাকলিস্টেড হওয়ার পরিণতি: যদি কোনও FASTag টোলে পৌঁছানোর পরেও ব্ল্যাকলিস্টেড হয়, তাহলে ব্যবহারকারীকে দ্বিগুণ টোল ফি দিতে হতে পারে। তবে, যদি FASTag স্ক্যান করার ১০ মিনিটের মধ্যে রিচার্জ করা হয়, তাহলে ব্যবহারকারীরা যে কোনও জরিমানা ফেরতের জন্য অনুরোধ করতে পারবেন।
বিলম্বিত লেনদেন: টোল রিডার অতিক্রম করার ১৫ মিনিটেরও বেশি সময় পরে যদি টোল প্রক্রিয়া চালু থাকে, তাহলে FASTag ব্যবহারকারীদের উপর অতিরিক্ত চার্জ প্রযোজ্য হতে পারে।
চার্জব্যাক পলিসি : ব্ল্যাকলিস্টেড বা কম ব্যালেন্সের FASTag জন্য ব্যাংকগুলি ১৫ দিনের বাধ্যতামূলক কুলিং পিরিয়ডের পরেই চার্জব্যাক শুরু করতে পারে।
অপর্যাপ্ত ব্যালেন্স, টোল ট্যাক্স পরিশোধ না করা, পেমেন্ট ব্যর্থতা, KYC আপডেট না করলে এবং গাড়ির চ্যাসিস নম্বর বা নিবন্ধন নম্বরে অসঙ্গতি জানালে ব্ল্যাকলিস্টেড হতে পারে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.