দু’দশকের বেশি সময় ধরে দেশে বিক্রি হচ্ছে মারুতি সুজুকি ওয়াগনআর (Maruti WagonR)। গাড়িটি মধ্যবিত্ত ক্রেতাদের কাছে বিপুল জনপ্রিয়। সূত্রের দাবি, মারুতির এই টল বয় হ্যাচব্যাক এবার ভোল বদলে সম্পূর্ণ হাইব্রিড অবতারে বাজারে আসছে। দুর্ধর্ষ মাইলেজের পাশাপাশি থাকবে নতুন লুক এবং একগুচ্ছ ফিচার্স। বর্তমানে, এই হ্যাচব্যাকের ষষ্ঠ প্রজন্ম বিক্রি হচ্ছে বাজারে। যে নতুন মডেল আসতে চলেছে তাতে সম্পূর্ণ ভিন্ন সুবিধা পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
সর্বভারতীয় সংবাদমাধ্যমগুলির দাবি, মাইলেজে উন্নতি হতে পারে এবং আজকালকার SUV এর মতো ঠাসা ফিচার্স থাকতে পারে, যা আকৃষ্ট করবে তরুণ ক্রেতাদের। এক প্রতিবেদন অনুযায়ী, আসন্ন মারুতি সুজুকি ওয়াগনআরে ৬৬০ সিসি পেট্রল ইঞ্জিন এবং ইলেকট্রিক মোটর থাকতে পারে, যা সর্বোচ্চ ৬৪ হর্সপাওয়ার এবং ৮৭ এনএম টর্ক তৈরি করবে।
আপনাদের জানিয়ে রাখি, জাপানে, এই গাড়ি সুজুকি সোলিও নামে ১.২ লিটার, ৪ সিলিন্ডার পেট্রল ইঞ্জিন এবং একটি এসি সিঙ্ক্রোনাস মোটর-সহ পাওয়া যায়। পেট্রল মডেলটি সর্বোচ্চ ৯০ হর্সপাওয়ার এবং ১১৮ এনএম টর্ক উৎপন্ন করতে পারে। আর ইলেকট্রিক মোটরটি ৩ হর্সপাওয়ার এবং ৫০ এনএম টর্ক উৎপন্ন করে। ট্রান্সমিশন বিকল্পগুলির মধ্যে রয়েছে ই-সিভিটি এবং এজিএস।
নতুন ওয়াগনআর হাইব্রিডে একাধিক বৈশিষ্ট্য থাকবে। যেমন স্মার্টফোন কানেক্টিভিটি সহ টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট, অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল, পিছনের সিটের এয়ার ভেন্ট, একাধিক কাপ হোল্ডার, ডোর পকেট, সিটের নীচে স্টোরেজ ট্রে, ম্যানুয়ালি অ্যাডজাস্টেবল ফ্রন্ট সিট, স্লাইডিং এবং রিক্লাইনিং সিট, ফ্যাব্রিক সিটের আপহোলস্ট্রারি, ডুয়াল এয়ারব্যাগ (স্ট্যান্ডার্ড), ইবিডি সহ এবিএস, ড্রাইভার অ্যাসিস্ট্যান্স, রিয়ার পার্কিং ক্যামেরা এবং পার্কিং সেন্সর।
ডিজাইন – বেস্ট কার ওয়েব
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.