চাহিদা কম, বিক্রি তলানিতে। যে কারণে ভারতে আরসি ১২৫ এবং ডিউক ১২৫ বাইক বন্ধ করেছে কেটিএম। এই মডেলগুলি আপডেট করার ক্ষেত্রেও আগ্রহ দেখায়নি কোম্পানি। ফলস্বরূপ, বাজারে এই দুই বাইকের সরবরাহে ফুল স্টপ দিয়েছে কেটিএম। তবে তার বিকল্প হিসাবে শীঘ্রই নতুন সিরিজ হাজির করতে পারে কোম্পানি। সম্প্রতি ভারতের রাস্তায় ১৬০ সিসির আরসি বাইক পরীক্ষা করতে দেখা গিয়েছে।
নতুন কেটিএম ১৬০ ডিউক এবং আরসি ১৬০ চলতি বছরেই ভারতে লঞ্চ হওয়ার কথা রয়েছে। পরীক্ষার জন্য ইতিমধ্যেই ফুল ফেয়ার্ড মডেলটিকে রাস্তায় নামিয়েছে কেটিএম। বাইকটি প্রোডাকশনের জন্য প্রস্তুত বলেও দাবি করা হয়েছে এক রিপোর্টে। তবে কোম্পানির পক্ষ থেকে এখনও অনুষ্ঠানিক ঘোষণা মেলেনি। তবে শোরুমে বন্ধ হয়ে যাওয়া দুই বাইকের প্রতিস্থাপনের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে কেটিএম, তা বলার অবকাশ রাখে না।
পরীক্ষামূলক বাইকটির যে ছবি ফাঁস হয়েছে তাতে একাধিক রঙের ছোঁয়া দেখা গিয়েছে। সামনে সাদা, পিছনে কালো, চাকা রয়েছে কমলা রঙের। ইতিমধ্যে, দেশের বাজারে ২৫০ সিসি এবং ৩৯০ সিসি আরসি বাইক বিক্রি করে কোম্পানি। এতদিন বিক্রি হত ১২৫ সিসির মডেলও। তবে এবার তার জায়গায় আসতে চলেছে ১৬০ সিসির মডেল।
১৬০ সিসির আরসি ও ডিউক মডেলে ডুয়াল চ্যানেল এবিএস, ডিস্ক ব্রেক, কুইকশিফটার, ১৬০ সিসি সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল্ড ইঞ্জিন (সম্ভাব্য শক্তি সর্বোচ্চ ১৮ হর্সপাওয়ার), ছয় গতির গিয়ারবক্স, ৫ ইঞ্চি টিএফটি কনসোল, ব্লুটুথ কানেক্টিভিটি ইত্যাদি বৈশিষ্ট্য থাকতে পারে বলে আশা করা হচ্ছে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.