সুজুকি (Suzuki) সম্প্রতি ভারতে বার্গম্যান স্ট্রিটের (Burgman Street) আপডেটেড ভার্সন লঞ্চ করেছে। এই নতুন সংস্করণে নয়া কালার স্কিম এবং লেটেস্ট OBD-2B নির্গমন বিধি মেনে চলা ইঞ্জিন রয়েছে। আবার ইতিমধ্যেই এই জনপ্রিয় ম্যাক্সি স্কুটারের আরও আপগ্রেড ভার্সনের উপর কাজ শুরু করেছে জাপানি সংস্থাটি। এই প্রথমবার নতুন মডেলটি ক্যামোফ্ল্যাজ অবস্থায় দেশের রাস্তায় পরীক্ষামূলকভাবে দেখা গিয়েছে। অনুমান, ২০২৫ সুজুকি অ্যাক্সেস ১২৫ এর মতো, বার্গম্যান স্ট্রিট ১২৫ কিছুটা আলাদা ডিজাইনের সাথে আসবে। এতে আরও উন্নত পিকআপ ও মাইলেজ পাওয়া যেতে পারে বলে আশা করা হচ্ছে।
বার্গম্যান স্ট্রিটের আপডেট ভার্সনে তার সিগনেচার ম্যাক্সি-স্কুটার স্টাইল বজায় রেখে ডিজাইনে সূক্ষ্ম পরিবর্তন আনা হবে বলে আশা করা হচ্ছে। ভারী ক্যামোফ্ল্যাজ থাকা সত্ত্বেও, টেস্ট স্কুটারটির সামগ্রিক সিলুয়েটের সাথে বর্তমান মডেলের খুব মিল রয়েছে। সামনের ফেয়ারিং একই রকম মোটা ডিজাইনের৷ অন্যদিকে লেজের অংশটি কিছুটা সংকুচিত হয়েছে বলে মনে হচ্ছে, যা কিছুটা সুজুকি অ্যাভেনিসের মতো। এছাড়া, এক্সহস্ট সিস্টেমে ক্রোম অ্যাক্সেন্টেড ফিনিশ রয়েছে, যা নতুন সুজুকি অ্যাক্সেস ১২৫ এর কথা মনে করায়।
যান্ত্রিকভাবে, নতুন মডেলে উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা কম। কারণ সুজুকি ইতিমধ্যেই ওবিডি-২বি নিয়ম মেনে ইঞ্জিন আপডেট করেছে। ফলে নতুন বার্গম্যান স্ট্রিট ১২৫ আগের ১২৪ সিসি এয়ার-কুলড ইঞ্জিনে চলবে বলে আশা করা হচ্ছে। এটি ৮.৫৮ হর্সপাওয়ার শক্তি ও ১০ এনএম টর্ক উৎপন্ন করবে। স্কুটারের হার্ডওয়্যার সেটআপও অপরিবর্তিত থাকবে বলে অনুমান।
ফিচার্সের দিক থেকে, টেস্ট মডেলটি একটি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার দিয়ে সজ্জিত, যা অনেকটা বিদ্যমান মডেলের মতো। বর্তমান সংস্করণটি ইতিমধ্যেই ব্লুটুথ কানেক্টিভিটি, টার্ন-বাই-টার্ন নেভিগেশন, ও ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টারের মাধ্যমে কল এবং এসএমএস এলার্ট প্রদান করে। আর নতুন ভার্সনে পাসিং লাইট, হ্যাজার্ড ল্যাম্প ও রিয়ার ব্রেক লক যুক্ত হতে পারে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.