টিভিএস মোটর কোম্পানি গত বছরের আগস্টে প্রচুর পরিবর্তনের সঙ্গে Jupiter 110 স্কুটারের নতুন ভার্সন লঞ্চ করেছিল। আর এখন সংস্থাটি নতুন Jupiter 125 লঞ্চের ইঙ্গিত দিয়ে টিজার প্রকাশ করেছে। টিজারে স্কুটারটির ডিজাইনে উল্লেখযোগ্য পরিবর্তনের আভাস দেওয়া হয়েছে। প্রসঙ্গত, ২০২১ সালে লঞ্চের পর থেকে জুপিটারের বড় সংস্করণে সামান্যই আপডেট এসেছে। আসন্ন Jupiter 125 মডেলটির ফিচার লিস্টেও বেশ কিছু আপগ্রেড থাকতে পারে, যদিও এটি বর্তমান মডেলের মতো একই ইঞ্জিনে চলবে বলে আশা করা হচ্ছে।
নতুন জুপিটার ১২৫ এর টিজার আসন্ন মডেলটির সম্ভাব্য পরিবর্তনগুলির আভাস দেয়। একটি টিজার ভিডিওতে স্কুটারটির পিছনের অংশের একঝলক দেখা গিয়েছে, যা সম্পূর্ণ নতুন টেল ল্যাম্প সেটআপ দিয়ে সজ্জিত। টিভিএস এখনও আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা না করলেও, এতে জুপিটার ১১০ মডেলের বেশ কিছু ডিজাইন এলিমেন্ট যুক্ত হয়েছে বলে অনুমান করা যায়।
স্কুটারটির ফিচার্সের তালিকায় কী কী আপগ্রেড আসবে, সে সম্পর্কে কোনও তথ্য উপলব্ধ নেই৷ তবে সূত্রের দাবি, নতুন সংস্করণে টিভিএস স্মার্টকানেক্ট সহ একটি ডিজিটাল টিএফটি ডিসপ্লে, এলইডি হেডল্যাম্প, হ্যাজার্ড ল্যাম্প এবং ফলো মি হেডল্যাম্প অফার করা হতে পারে। জানিয়ে রাখি জুপিটার ১২৫-এর ফুয়েল ট্যাঙ্ক ফ্লোরবোর্ডের নীচে অবস্থিত।
Jupiter 125 একটি ১২৫ সিসি ইঞ্জিন দ্বারা চালিত। স্কুটারটির কিছু ভেরিয়েন্টে আইগো অ্যাসিস্ট (iGo Assist) প্রযুক্তি রয়েছে। এটি আসলে একটি ইন্টিগ্রেটেড স্টার্টার জেনারেটার যা টর্ক বাড়ায় এবং পেট্রল বাঁচাতে সাহায্য করে। এই বৈশিষ্ট্য ছাড়া জুপিটারের ইঞ্জিনের আউটপুট ৮ হর্সপাওয়ার এবং ১০.২৫ নিউট্রন মিটার। অন্যদিকে, আইগো অ্যাসিস্টের সাথে ইঞ্জিনটি ৮.৪৪ বিএইচপি এবং ১১.১ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম। নয়া মডেলটিতেও একই ইঞ্জিন দেওয়া হবে বলে আশা করা যায়।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.