অটোকার

১ কিমি যেতে খরচ ১৫ পয়সা, মাত্র ২৭,৯৯৯ টাকায় পাবেন সবচেয়ে সস্তা ইলেকট্রিক স্কুটি

Published on:

Ninety One XE series electric scooter launched at 27999

বৈদ্যুতিক যানবাহন প্রস্তুতকারক সংস্থা Ninety One লঞ্চ করল নতুন ইলেকট্রিক মডেল XE সিরিজ। কম খরচ, নিরাপত্তা দুই পাওয়া যাবে এই স্কুটারে বলে দাবি করেছে সংস্থাটি। সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, এই স্কুটার প্রতি কিলোমিটার চালাতে খরচ হবে মাত্র ১৫ পয়সা। শহরের মধ্যে যাতায়াতের জন্য আদৰ্শ বলে দাবি করেছে Ninety One।

Ninety One XE সিরিজ ইলেকট্রিক স্কুটার: রেঞ্জ ও ব্যাটারি

এই স্কুটারে যে লিথিয়াম আয়ন ব্যাটারি রয়েছে তা ফুল চার্জে ৮০ কিলোমিটার রেঞ্জ দাবি করে। স্কুটারের সর্বোচ্চ গতি ২৫ কিমি প্রতি ঘণ্টা। এটি একটি ধীর গতির ইলেকট্রিক স্কুটার হওয়ায় চালক এলাকার মধ্যে নিত্য যাতায়াতে ব্যবহার করতে পারবেন। গতি কম হওয়ায় প্রথমবার চালক অথবা মহিলাদের জন্য এটি অত্যন্ত নিরাপদ বলে মনে করা হচ্ছে। কম গতির জন্য লাইসেন্সের প্রয়োজন পড়বে না।

এই ইলেকট্রিক স্কুটারে দু’ধরনের ব্যাটারি পাওয়া যাবে। একটি লিথিয়াম আয়ন, যা ফুল চার্জে ৮০ কিলোমিটার রেঞ্জ দেবে, আর একটি লিড অ্যাসিড ব্যাটারি। দুই ব্যাটারিতে ৩ বছর (লিথিয়াম আয়ন) এবং ১ বছর (লিড অ্যাসিড) ওয়ারেন্টি পাওয়া যাবে।

Ninety One XE সিরিজ : চার্জিং ও ফিচার্স

ইলেকট্রিক স্কুটারের সঙ্গে ৪ এএমপি চার্জার পাওয়া যাবে, যাতে অটোমেটিক কাট অফ ফিচার রয়েছে। এটি ০-১০০% চার্জ করতে সময় লাগবে ৭-৮ ঘণ্টা। ফাস্ট চার্জিংয়ের বিকল্প বেছে নিতেও পারবেন। ফিচারের মধ্যে রয়েছে হেডল্যাম্প, টেলল্যাম্প, টার্ন ইন্ডিকেটর এবং রিয়ার সাসপেনশন।

Ninety One XE সিরিজ : দাম

Ninety One এর XE সিরিজ ইলেকট্রিক স্কুটারের দাম ২৭,৯৯৯ টাকা (এক্স-শোরুম)। এটি ভারতের অন্যতম সস্তা ইলেকট্রিক স্কুটার।