যদি আপনি এই মুহূর্তে চমৎকার কমপ্যাক্ট SUV কেনার কথা ভেবে থাকেন, তাহলে এপ্রিলেই স্বপ্ন পূরণ করে ফেলুন। আজ্ঞে হ্যাঁ, কারণ নিসান ইন্ডিয়া (Nissan India) এই মাসে হ্যাট্রিক কার্নিভাল (Hattrick Carnival) নিয়ে এসেছে, যেখানে আপনি ১ লাখ টাকার বেশি ছাড় পেতে পারেন। আসুন নিসান ইন্ডিয়ার হ্যাট্রিক কার্নিভাল সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
1 এপ্রিল থেকে 30 এপ্রিল 2025 পর্যন্ত চলমান এই অফার ফেস্টে নিসান ম্যাগ্নাইট (Nissan Magnite) এর উপর দুর্দান্ত ডিল পাওয়া যাচ্ছে। এটি 55,000 টাকা পর্যন্ত ছাড়ে কেনা যাবে। এর পাশাপাশি 10,000 টাকার অতিরিক্ত ক্যাশ পাওয়া যাচ্ছে। প্রতিটি নতুন ম্যাগ্নাইট (Nissan Magnite) এর সাথে একটি সোনার কয়েন বিনামূল্যে দেওয়া হবে। হ্যাঁ, এটি কোনো লাকি ড্র নয়, বরং প্রতিটি ক্রেতাকে সোনার কয়েন দেওয়া হবে।
এপ্রিলে নিসান শুধু অফারই নয়, আইপিএল উপলক্ষে ক্রিকেটের ফ্যানদের মন জয় করতেও কোমর বেঁধে নেমে পড়েছে। শোরুমে প্রবেশ করলেই আপনি ক্রিকেট থিমের সাজসজ্জা, মিনি গেম এবং মজার পুরো পরিবেশ পাবেন।
আরও পড়ুন: KTM 390 Enduro R বাইকের ভারতে দাম কত?
নিসান (Nissan) গত 2024-25 অর্থবছর চমৎকারভাবে শেষ করেছে। কোম্পানিটি দেশে এবং রপ্তানি মিলিয়ে 99,000 টিরও বেশি গাড়ি বিক্রি করেছে, যা গত 7 বছরের মধ্যে সবচেয়ে ভালো রেকর্ড। নিসান ম্যাগ্নাইট (Nissan Magnite) মডেলটির 28,000টির বেশি ইউনিট বিক্রি হয়েছে।
কোম্পানিটি উত্তর এবং পূর্ব ভারতের ক্রেতাদের জন্য বিশেষ অফার নিয়ে এসেছে। 2024 মডেলের উপর 65,000 টাকা ছাড় পাওয়া যাচ্ছে। এই অফার বিশেষভাবে নন-টার্বো ম্যানুয়াল ভ্যারিয়েন্টের ক্ষেত্রে প্রযোজ্য, যেমন Visia, Visia+, Acenta, N-Connecta, Tekna এবং Tekna+ ভ্যারিয়েন্ট।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.