Ola Electric আজ তাদের নতুন Gen 3 ইলেকট্রিক স্কুটার রেঞ্জ লঞ্চ করল। প্রিমিয়াম ও বাজেট উভয় সেগমেন্টের জন্য মডেল এসেছে। নতুন প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে S1 Pro, S1 Pro+, S1 X, ও S1 X+ রিলিজ হয়েছে। ভ্যারিয়েন্ট আটটি। এই স্কুটারগুলিতে নতুন MoveOS 5 সফটওয়্যার রয়েছে। শুনলে অবাক হবেন, টপ মডেল অর্থাৎ S1 Pro+ এর রেঞ্জ ৩২০ কিলোমিটার দাবি করছে কোম্পানি। Ola Gen 3 স্কুটারের দাম ৭৯,৯৯৯ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু।
ওলার টপ মডেল S1 Pro+ উপলব্ধ ৫.৩ কিলোওয়াট আওয়ার এবং ৪ কিলোওয়াট আওয়ার ব্যাটারি অপশনে। দাম যথাক্রমে ১,৬৯,৯৯৯ টাকা ও ১,৫৪,৯৯৯ টাকা (এক্স-শোরুম)। ১৩ কিলোওয়াট ক্ষমতার মোটর দ্বারা পরিচালিত। প্রতি ঘন্টায় টপ স্পিড যথাক্রমে ১৪১ কিলোমিটার ও ১২৮ কিলোমিটার। ০-৪০ কিমি/ঘন্টা স্পিড তুলতে সময় লাগবে যথাক্রমে ২.১ সেকেন্ড ও ২.৩ সেকেন্ড। টপ ব্যাটারি প্যাকের রেঞ্জ ৩২০ কিলোমিটার এবং দ্বিতীয়টির ২৪২ কিলোমিটার। তবে মনে রাখবেন, এটি সার্টিফায়েড রেঞ্জ। অর্থাৎ রাস্তায় চালালে রেঞ্জ কম হবে।
Ola S1 Pro কেনা যাবে ৪ কিলোওয়াট আওয়ার এবং ৩ কিলোওয়াট আওয়ার ব্যাটারি ভ্যারিয়েন্টে। দাম যথাক্রমে ১,৩৪,৯৯৯ টাকা এবং ১,১৪,৯৯৯ টাকা (এক্স-শোরুম)। দুই মডেলেই ১১ কিলোওয়াট মোটর ব্যবহার হয়েছে। সর্বোচ্চ গতিবেগ প্রতি ঘন্টায় যথাক্রমে ১২৫ কিলোমিটার ও ১১৭ কিলোমিটার। আইডিসি অর্থাৎ আইডিয়াল রেঞ্জ যথাক্রমে ২৪২ কিলোমিটার এবং ১৭৬ কিমি।
Ola S1 X+ একটাই ব্যাটারি অপশনে লঞ্চ হয়েছে। স্কুটারটির ৪ কিলোওয়াট আওয়ার মডেলের মূল্য ১,০৭,৯৯৯ টাকা। এতে ১১ কিলোওয়াট ইলেকট্রিক মোটর বর্তমান এবং ঘন্টায় সর্বাধিক গতিবেগ ১২৫ কিলোমিটার। ০-৪০ কিমি/ঘন্টা গতি ২.৭ সেকেন্ডে তুলতে সক্ষম। ফুল চার্জ থাকলে ২৪২ কিলোমিটার ছুটবে বলে দাবি করা হয়েছে।
Ola S1 X কোম্পানির নতুন Gen 3 প্ল্যাটফর্মের সবচেয়ে সস্তা মডেল। এটি ৪,৩, এবং ২ কিলোওয়াট আওয়ার ব্যাটারির বিকল্পে এসেছে। দাম যথাক্রমে ৯৯,৯৯৯ টাকা, ৮৯,৯৯৯ টাকা, ও ৭৯,৯৯৯ টাকা (এক্স-শোরুম)। ভ্যারিয়েন্ট তিনটির রেঞ্জ ও স্পিড যথাক্রমে ২৪২ কিমি/১২৩ কিমি, ১৭৬ কিমি/১১৫ কিমি, এবং ১০৮ কিমি/১০১ কিমি। ওলা জানিয়েছে, নতুন স্কুটারগুলি আগের জেনারেশনের তুলনায় ২০ শতাংশ বেশি পাওয়ার ও রেঞ্জ অফার করবে। যেখানে খরচ ১১ শতাংশ কমেছে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.